ছিটমহল নামের একটি মানবতাবিরোধী পদ্ধতি ৬৮ টি বছর টিকে ছিল এটা ভেবেই
অবাক ও ব্যথিত হই!দেশবিভাগের সময় দুই ব্রিটিশভক্ত জমিদারের ব্যক্তিগত খায়েশ
পূরণের জন্য প্রায় এক লাখ মানুষকে সব ধরনের অধিকার থেকে বঞ্চিত করা হয়।এই
দুই ভোগবাদী জমিদার ও ছিটমহল চালুর সঙ্গে জড়িত সকলের মরণোত্তর বিচার হওয়া
উচিত।
অঘোষিত বন্দিদশা থেকে ছিটমহলবাসীকে মুক্ত করার ঐতিহাসিক চুক্তির জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাজার হাজারবার ধন্যবাদ।অভিনন্দন ১১১ টি জেলখানার নিরপরাধ বন্দিদের।আজ তোমরাও বাংলাদেশি।আমাদের মত তোমাদেরও রাজধানী ঢাকা।আমরা আর তোমরা মিশে যাবো সহস্র বছরের বাংলাদেশের আলো,ছায়া,বাতাস,বৃক্ষ,শস্য,কৃষি ও আকাশের সাথে।বাংলাদেশ মাথা উঁচু করবে তোমাদেরও অবদানে...
১ আগস্ট, ২০১৫।
অঘোষিত বন্দিদশা থেকে ছিটমহলবাসীকে মুক্ত করার ঐতিহাসিক চুক্তির জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাজার হাজারবার ধন্যবাদ।অভিনন্দন ১১১ টি জেলখানার নিরপরাধ বন্দিদের।আজ তোমরাও বাংলাদেশি।আমাদের মত তোমাদেরও রাজধানী ঢাকা।আমরা আর তোমরা মিশে যাবো সহস্র বছরের বাংলাদেশের আলো,ছায়া,বাতাস,বৃক্ষ,শস্য,কৃষি ও আকাশের সাথে।বাংলাদেশ মাথা উঁচু করবে তোমাদেরও অবদানে...
১ আগস্ট, ২০১৫।
0 Comments