কসাই বোগদাদী ও তার
মূর্খ সংগঠন ISIL কে রেখে পশ্চিমা সেবাদাসী মালালাকে অশান্তি পুরষ্কার
দেওয়ায় আমি হালকা ব্যথিত হয়েছি।গতকাল ভবিষ্যত্বানী করে মালালাকে দ্বিতীয়তে
রেখেছিলাম।পাকিস্তান,আফগানিস্তান,ইরাকে ও সিরিয়ায় মার্কিন ও পাশ্চাত্য
খুনীদের শিশু,নারী ও সাধারণ মানুষ হত্যার প্রতিবাদে সেবাদাসী মালালা কোন
একটি ক্ষুদ্র বিবৃতিও দেয়নি-এই বেহায়াটাই শান্তিতে নোবেল পাবে এটাই কি
অঘোষিত নিয়ম নয়?
এই মালালা সম্পূর্ণ ইহুদীবাদী ও মার্কিন গণমাধ্যমের সৃষ্টি।একটিবার ফিলিস্তিনের গাজায় নিরস্ত্র মানুষ হত্যাযজ্ঞের জন্য অবৈধ ইসরাঈলের বিরুদ্ধে টুঁ শব্দটি করেনি এই মালালা!তার লেখা,কথাবার্তা সব আফগান মার্কিন বিরোধী স্বাধীনতাকামী যোদ্ধাদের বিরুদ্ধে।বরং প্রকৃত অশান্তি বাধানোর একটি অনুঘটক এই মালালা।ধিক!এই শান্তি পুরষ্কারের প্রতি।
এই মালালা সম্পূর্ণ ইহুদীবাদী ও মার্কিন গণমাধ্যমের সৃষ্টি।একটিবার ফিলিস্তিনের গাজায় নিরস্ত্র মানুষ হত্যাযজ্ঞের জন্য অবৈধ ইসরাঈলের বিরুদ্ধে টুঁ শব্দটি করেনি এই মালালা!তার লেখা,কথাবার্তা সব আফগান মার্কিন বিরোধী স্বাধীনতাকামী যোদ্ধাদের বিরুদ্ধে।বরং প্রকৃত অশান্তি বাধানোর একটি অনুঘটক এই মালালা।ধিক!এই শান্তি পুরষ্কারের প্রতি।
'ইত্যাদিতে' অনেক সময় শিক্ষাবিস্তারে নিঃস্বার্থভাবে কাজ করা অনেক যুবক ও
বয়স্কদের দেখানো হয়।এরা ঢের বেশি অবদান রেখেছে শিক্ষা বিস্তারে এবং মালালার
চেয়ে বেশি যোগ্য শান্তি পুরষ্কার প্রাপ্তির জন্য।এমন কি বাংলাদেশের যে
গণশিক্ষা কার্যক্রম,ইসলামিক ফাউন্ডেশন কিংবা ব্র্যাকের স্কুল শাখা মালালার
চেয়ে অজস্রবার যোগ্য।
সত্যি বলতে শিক্ষাবিস্তারে মালালার চেয়ে আমারো অবদান বেশি।হাহাহা।আমাদের বাড়ির কয়েক হাজার বই সবার জন্য উন্মুক্ত,এলাকার ছেলেপেলেদের আমি স্কুলে যেতে উত্সাহিত করি,আমার স্কুলের ক্লাসমেট বন্ধুদের আমি উত্সাহিত করে পড়াশোনা করিয়েছি,আমি ব্যক্তিগতভাবে অনেক সামর্থহীন ছেলেকে বই,খাতা ও কলম দিয়ে সাহায্য করেছি।মালালা ব্লগে বা টুইটারে চারটা কথা লিখে যদি শান্তি পুরষ্কার পেতে পারে তবে আমি বা আমার মত অনেকেই সেই শান্তি পুরষ্কারকে চ্যালেঞ্জ করতে পারি।ঐরকম লেখা আমি বা আমরাও লিখি।ব্লগে ও টুইটারে আমাদের ও জনহিতৈষী লেখা আছে এবং তা মালালার দালালীপনার চেয়ে খারাপ হবেনা নিশ্চিত । তাহলে আমাদের কি নেই? আমাদের নেই প্রচারণা ও অপপ্রচারের হাতিয়ার গণমাধ্যম। আমরা তাই নোবেল পুরস্কার পেতে পারিনা!... :D..আমরা নাহয় পেলাম না কিন্তু বোগদাদী সেবাদাসটা কি করেছে? নাকি আগের পুতুলটাকে আগে দিয়ে শান'ত রাখতে হয়?
মালালার মত পুতুল নোবেল পেয়েছে এই নিয়ে কাল থেকে এদেশের মানসিকভাবে পঙ্গু ও নির্লজ্জ গণমাধ্যম পশ্চিমা মিডিয়ার অন্ধ অনুকরণে পাতার পর পাতা ভরে ফেলবে!এ কারণে আগামী দুই একদিন পত্রিকা পড়া থেকে বিরত থাকুন।একটি সেবাদাসীর অশান্তি পুরষ্কার প্রাপ্তির প্রশংসার বাণে ভেসে যেতে পারেন আপনি,এমন কি মালালা মালালা করে মুখে সাদা ফেনাও তুলতে পারেন...
সত্যি বলতে শিক্ষাবিস্তারে মালালার চেয়ে আমারো অবদান বেশি।হাহাহা।আমাদের বাড়ির কয়েক হাজার বই সবার জন্য উন্মুক্ত,এলাকার ছেলেপেলেদের আমি স্কুলে যেতে উত্সাহিত করি,আমার স্কুলের ক্লাসমেট বন্ধুদের আমি উত্সাহিত করে পড়াশোনা করিয়েছি,আমি ব্যক্তিগতভাবে অনেক সামর্থহীন ছেলেকে বই,খাতা ও কলম দিয়ে সাহায্য করেছি।মালালা ব্লগে বা টুইটারে চারটা কথা লিখে যদি শান্তি পুরষ্কার পেতে পারে তবে আমি বা আমার মত অনেকেই সেই শান্তি পুরষ্কারকে চ্যালেঞ্জ করতে পারি।ঐরকম লেখা আমি বা আমরাও লিখি।ব্লগে ও টুইটারে আমাদের ও জনহিতৈষী লেখা আছে এবং তা মালালার দালালীপনার চেয়ে খারাপ হবেনা নিশ্চিত । তাহলে আমাদের কি নেই? আমাদের নেই প্রচারণা ও অপপ্রচারের হাতিয়ার গণমাধ্যম। আমরা তাই নোবেল পুরস্কার পেতে পারিনা!... :D..আমরা নাহয় পেলাম না কিন্তু বোগদাদী সেবাদাসটা কি করেছে? নাকি আগের পুতুলটাকে আগে দিয়ে শান'ত রাখতে হয়?
মালালার মত পুতুল নোবেল পেয়েছে এই নিয়ে কাল থেকে এদেশের মানসিকভাবে পঙ্গু ও নির্লজ্জ গণমাধ্যম পশ্চিমা মিডিয়ার অন্ধ অনুকরণে পাতার পর পাতা ভরে ফেলবে!এ কারণে আগামী দুই একদিন পত্রিকা পড়া থেকে বিরত থাকুন।একটি সেবাদাসীর অশান্তি পুরষ্কার প্রাপ্তির প্রশংসার বাণে ভেসে যেতে পারেন আপনি,এমন কি মালালা মালালা করে মুখে সাদা ফেনাও তুলতে পারেন...
0 Comments