সর্বশেষ

একটি অলৌকিক গল্প

পিপীলিকা ও কচ্ছপ
অনেক দিন পরের কথা ।
এক দেশে বাস করে একটি পিঁপড়া আর একটি কচ্ছপ ।
পিঁপড়া টি একদিন তার সমাজের রীতি অনুযায়ী নতুন জায়গায় খাদ্যের সন্ধানে আসে ।সেখানে এসে সে আরো পিঁপড়ার সাথে পরিচিত হয় ।কিন্তু এই পিঁপড়াগুলোকে দেখে বেশ অবাকই হয় সে ।এরা খাদ্যের অন্বেষণে এসেও খাদ্য খোঁজেনা,বরং কচ্ছপের সাথে গল্পে মজে থাকে ।কত শত গল্প সেগুলো করে,
তবে পিঁপড়া সমাজের উন্নতি অথবা পিঁপড়াদের ভবিষ্যত্‍ নিয়ে কোন গল্প হয়না ।
কচ্ছপ হচ্ছে পিঁপড়াধিপতি কর্তৃক নিযুক্ত খাদ্যান্বেষণ পর্যবেক্ষণকারী ।
নতুন পিঁপড়াটি অনেক বেশি হতবাক হয় ।তবে এরই মধ্যে সে খুঁজে পায় তার মত আরো কিছু বাকরুদ্ধ পিপীলিকা ।
তারা নিষ্ঠার সাথে খাদ্য খুঁজে যায়,
কিন্তু সে খাদ্য মানসম্মত হয়না কচ্ছপের চোখে ।
একদিন কচ্ছপের সান্নিধ্য থাকা অকর্মা পিঁপড়াগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়ায় অন্য পিঁপড়ারা ।
নতুন নতুন আসা পিঁপড়ারাও কর্মঠ পিঁপড়াদের সাথে কাজে যোগ দেয় ।
অলস,পিঁপড়ানীতি লঙ্ঘনকারী ও পিঁপড়াদেশদ্রোহীগুলো একঘরে হয়ে পড়ে ।
পার্শ্ববর্তী এলাকার বিশাল গোবরে পোকাদের সাথে আঁতাত করে পিঁপড়াদেশকে বিনষ্ট করতে চায় কচ্ছপ ও পুঁজিবাদী পিঁপড়াগুলো ।
সাধারণ পিঁপড়াদের অভ্যুথ্থানে পতন হয় খারাপদের ।
কেউ কোথাও আশ্রয় দেয়না অকর্মা,দুষ্টু পিঁপড়াগুলিকে ।
অর্থাভাবে পিঁপড়াদের আড্ডার স্থলে অলসদের পাওয়া যায়না ।
না খেয়ে খেয়ে তারা শুকিয়ে যায়,
পিছনের ফুলে থাকা অংশটিতে কোন রস দেখা যায়না ।
একটি সত্‍ পিঁপড়া তাদের খাওয়ানো বন্ধ করে দেওয়ায় এই দুর্দিন বেঈমান পিঁপড়াগুলোর।
আর কচ্ছপের অবস্থা ?
কচ্ছপ এখন একা,
তার আশেপাশে ঘুরঘুর করা পিঁপড়ারা আর আসেনা ।খাদ্যাভাবে আর নতুন ভ্রষ্টদের সংখ্যা কমে যাওয়ায় তারা নিজেদের অস্তিত্ব সংকটে ।
কচ্ছপ এখন আর আরাম করে ঘুমায়না ।অলস পিঁপড়াগুলোর কোন একটি এসে এখন আর তাকে একটি শস্যদানা দিয়ে যায়না ।
সত্‍ পিঁপড়াগুলো তবুও কচ্ছপকে বুকে টেনে নেয় ।
তারা পূর্বের সম্মান করে কচ্ছপকে ।
কচ্ছপ অবাক হয়,কিংকর্তব্যবিমূঢ় হয় ।অন্য পিঁপড়াদের যে এতো ভালো মন ও মানসীকতা তা কল্পনাও করতে পারেনি কচ্ছপ ।
তবু তারা সুখ চায় ।

সেই নতুন আসা পিঁপড়াটি শুধু একটি ক্ষত নিয়ে বেঁচে থাকে ।
কচ্ছপ হচ্ছে
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments