সর্বশেষ

মিশ্র প্রতিক্রিয়া

আবুল হোসেনের পদত্যাগ আরেকটু আগে হলেও কী ভালো হতো ?
যদি পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে করার প্রস্তাব মাননীয় প্রধানমন্ত্রী দিয়ে থাকেন,তবে
কেন অপর পাশে রাবিশ মাল বিশ্বব্যাংকে তেল দিচ্ছে ?

খুব ভালো লেগেছিল যখন প্রধানমন্ত্রী দৃঢ়তার সাথে সাম্রাজ্যবাদের সবচেয়ে বড় অস্ত্রটিকে আঘাত করেছিলেন কথা দিয়ে বারবার ।
এখন শুনি কয়েকজন মন্ত্রীও বিশ্বব্যাংক নামের বিশ্বজোঁককে আমন্ত্রন জানাচ্ছে ।

বিএনপি মুখে মুখে জাতীয়তাবাদের আশ্বাস দিলেও তারাও যে পুঁজিবাদী কুলাঙ্গারদের হাতের পুতুল তা বোঝা গেছে যখন পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে করার বিরুদ্ধে প্রচারণা চালিয়েছে ।

অন্য প্রসঙ্গ

কেউ যখন রেগে যায় তখন তার আসল রূপটি দেখে নিও-আমার বাবা এই কথাটি বলতেন ।।
আমি প্রতিমুহুর্তে অন্যের রাগের অবস্থাটা পর্যবেক্ষণ করি ।
আজকে বন্ধুরূপী এরকম একজন সেই মানের রাগ রাগলেন ।তার আসল রূপটি দেখলাম,এর আগেও দুইজনের,না তিনজনের দেখেছি ।।


তাদের আসল চেহারায় পশুত্ব আর স্বার্থপরতা ছাড়া কিছুই নেই,
অথচ একটি ভদ্রবেশ ধারণ করে আছে তারা ।

আমি ছদ্মবেশীদের ঘৃণা করি ।

তাদের প্রতি বিদায় ।।।
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments