সর্বশেষ

আজ প্রকৃতি টেনে নিবে তাঁর সন্তানকে

হুমায়ুন আহমেদ,আপনি ভালো থাকবেন

লেখার কারিগর,
গল্পের যাদুকর ও
একজন সফল মনোনিয়ন্ত্রক
আজ চিরনিদ্রায় শায়িত হবেন তাঁরই গড়া নিসর্গ নুহাশ পল্লীতে ।

আজ অঝোর এবং অস্বাভাবিক অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে !
প্রকৃতি কী মানুষের আবেগের গভীরতা বোঝে ?
প্রকৃতিও কী কাঁদে ?
প্রকৃতিও কী একজন স্রষ্টাকে চিনে ফেলেছিল ?
ঈশ্বর কী হুমায়ুনের জন্য প্রকৃতির আবেগ কে প্রকাশের অনুমতি দিয়েছেন ?


হাজার নয়,নয় লাখো এবং কোটি কোটি ও নয় ,
অগনিত ভালবাসার মানুষ রেখে চলে যাবেন আজ একজন মহানায়ক,বিচিত্রস্বত্নার অধিকারী
মহান হুমায়ুন আহমেদ ।।।

আজ তাঁর অনেক জল আছে,
চোখের জলের পরিমাণ বৃষ্টির জলের সাথে প্রতিযোগিতা করছে ।।

কিন্তু চোখের জলই বেশি পড়ছে ।।

আপনার কীর্তিই আপনাকে অসংখ্য চোখের মণিতে স্থান করে দিয়েছে এবং
নিরন্তর তা চলবে ।।।
আপনি ভাল থাকবেন,
হুমায়ুন আহমেদ ।
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments