সর্বশেষ

একটি ইতিহাসের শুরু

'বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা ।তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আল্পনা ।জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী।শুধু সুপ্ত সন্তান শিয়রে রোরূদ্যমান জননী নিশাবসানের অপেক্ষায় প্রহর গণনায় রত।কে তাকে আশা দেবে,কে তাকে ভরসা দেবে,কে শোনাবে জীবন দিয়েও রোধ করবো মরণের অভিযান ? '[কাজী নজরুল ইসলামের সম্পাদনায় শচীন সেনগুপ্তের 'সিরাজুদ্দৌলা' নাটকের অমর সংলাপ]
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments