দাদাদের দাদাগিরির নেপথ্যে
বাংলাদেশের সাংস্কৃতিক নপুংশকদের মুখ থেকে প্রায়শই যে কথাটি শোনা যায় তা হচ্ছে,
"এটা(বাংলাদেশ)হচ্ছে পূর্ববঙ্গ আর কলকাতা হচ্ছে পশ্চিমবঙ্গ ।দুই বাংলা একদা এক ছিল ।"
এরা হচ্ছে সেই গোষ্ঠী যারা পাকিস্তান থেকে মুক্ত হওয়া মানে সাম্প্রদায়িক দাঙ্গার ভিত্তিতে গড়ে ওঠা রাষ্ট্র ভারতের প্রদেশ হওয়াকেই বুঝেছিল ।কিন্তু তাদের আশার ছিটেফোঁটাও বাংলাদেশের দেশপ্রেমিক জনতার মাঝে নেই।তাই তারা বুদ্ধিবৃত্তিক অপপ্রচার শুরু করেছে।তারা বাংলাদেশের তরুনদের সুপরিকল্পিতভাবে হতাশ করে যাচ্ছে,মনস্তাত্বিকভাবে আঘাত করছে তার জাতীয় শিকড়ে ।এই
পরজীবীরা বলে,
ওপারের দাদারা সুন্দর বাংলা ব্যবহার করে(অথচ করচে,মরচে,আজ্ঞে ফাজ্ঞে ব্যবহার করে।সাথে হিন্দী মিশিয়ে এক নিকৃষ্ট জগাখিচুড়ি বানিয়েছে বাংলাকে)।
ওরা অর্থনৈতিকভাবে স্বচ্ছল(এতোই বেশি যে অতিথীকে না খাইয়ে বিদায় করতে পারলেই বাঁচে)।
ওরা বাংলাদেশকে ভালবাসে(এতোই যে তিস্তা চুক্তি হয়না,এদেশীয় চলচ্চিত্র সেখানে মুক্তিও পায়না)!
এসবই ভারতীয় দাদাদের সম্পর্কে এদেশীয় দাদাদের বক্তব্য ।
ওপারের দাদারা সৃষ্টির শুরু থেকেই আমাদের সম্পদ খেয়ে,পরে বাঁচছে,
এই সত্য অস্বীকারকারীর রক্ত নিশ্চিত ত্রুটিপূর্ণ।
0 Comments