আমার কোন ১২,১২,১২ নেই,
চারপাশে গাদা দেওয়া মৃতদেহ
রক্তের বন্যায় অরুণস্নান দেই
তবু অদেখা শঙ্কা দেখেনা কেহ।
পান্তা ফুরানো পরিবারে বাস,
দ্বান্দ্বিক বিচ্যুতি ঘিরে ধরে
পথে-প্রান্তরে কানাচে-আনাচে লাশ
ফুর্তি আসেনা স্বেচ্ছায় ঘরে।
বেঁচে থাকার অস্বাভাবিক প্রচেষ্টা
এবং কাঁটা বিছানো পথের সংগ্রামে
প্রতি দিনের সেই অচেনা বেশটা
ভুলে পরাজয় বাঁচতে বলে।
সংখ্যায় কোন বৈচিত্র্য পাইনা,
এক আর দুই ভাত আর ডাল
গাইনা কখনো,নাচতে যাইনা
আনিনা কুমির কেটে কোন খাল।
যখন সবাই ভাসবে জোয়ারে
আমার জীবন থমকে যাবেনা
থাকবো আমি দাঁড়িয়ে দুয়ারে
জানবেনা কেউ জানবেনা ।।
0 Comments