'সবচেয়ে যন্ত্রণাদায় হচ্ছে কারো ভালবাসা থেকে মুক্ত হওয়ার ব্যর্থ প্রচেষ্টা এটা জেনেও যে তার কাছে আবার ফিরে আসতে হবে এবং যন্ত্রণা বেড়েই চলে যখন জানা যায় জীবনের সবটুকু ভালবাসা যার প্রতি সে তার সত্যিকার আবেগ,প্রেম, ভালবাসা পূর্বেই সব দুহাতে বিলিয়ে বেড়িয়েছে এবং বর্তমানে সে একটা শরীরসর্বস্ব , অথচ তার প্রতি কী দুর্নিবার টান ।'
0 Comments