দিন একটা করে পার হচ্ছে আর আমি অবগত হচ্ছি, লোকমুখে আমি হলাম সবচেয়ে 'খারাপ মানুষ ' !!!
আমার মুখের সামনে ৩২ পাটি দাঁত বের করে ভুয়সী প্রসংশায় আমাকে প্লাবিত করা হয়, আর একটু আড়ালে চলে নোংরা গীবত ।
আমি একটা জায়গায় সবগুলোর থেকে উত্তম-এ আমি নিশ্চিত করে বলতে পারি । তা হচ্ছে-
আমি মুখোশ পরিনা । আমি ভেতরে যা, ঠিক তাইই প্রকাশ করি । পশুদের কূটচালের আর যত অন্যায়ের প্রতিবাদ আমি মুখের উপর করে দিই । কারো পিছে আমি সমালোচনা করিনা । পিছে আমি নিম্ন অভিরুচির নষ্টেরও ভালো খুঁজি । মিথ্যা বলা অপছন্দ করি, কেউ কৌশলের শ্লোগানে মিথ্যা বললেও তার প্রতি ঘৃণা জন্মে ।
আমার দুর্বলতা হচ্ছে কারো সুখের সময় আমাকে পাওয়া যায়না । কেউ গলা পানিতে ডুবে যেতে থাকলে কেবল আমাকেই পাবে । কারণ আমি প্রতিদানের আশায় থাকিনা ।
আমার সততা, আমার নিষ্ঠা, আমার বিবেচনাবোধ আমাকে তীব্র একা করে দিচ্ছে । হয়ত তেল মালিশ করার পর্যাপ্ত ধৈর্য না থাকাটাই এর কারণ ।
যে একাকিত্ব আমাকে অপরাধী করেনা, বুদ্ধিদীপ্ত সোড়গোলের থেকে সেই একাকিত্বকেই আমার আপন মনে হয় ।
আমি এখন থেকে আপনজনের সঙ্গেই দিন কাটাবো ।।
0 Comments