ইতিহাসের পাতায় নিজের নামটি লেখালাম আজ.....
শাহবাগ আমার প্রথম যুদ্ধক্ষেত্র ।
প্রথম আক্রমণ
'ক-তে কাদের মোল্লা,
তুই রাজাকার, তুই রাজাকার ।'
হুমায়ুন চলে গেছে । তাঁর একক কর্তৃত্বের বই মেলা আর জমছেনা । কিন্তু সেই মেলার একটু সামনেই গণধিকৃতদের কানে বিষ ঢালার মত উচ্চারিত হচ্ছে হুমায়ুনের বিখ্যাত উক্তি:
তুই রাজাকার, তুই রাজাকার ।
কয়েকজন রাজনীজীবী এসে অপমানিত হয়েছেন । এতে বোঝা গেল তারুণ্য কোন ফায়দাবাজদের আর বিশ্বাস করেনা ।
বিএনপি ও ছাত্রদল এই সংগ্রামে একেবারেই নিষ্ক্রিয় । এটা বিএনপির রাজনৈতিক দেউলিয়াপনা ছাড়া আর কিছুই নয় ।
ব্লগার, পাতার এডমিন ও অনলাইন একটিভিস্টদের আন্দোলন ছিনিয়ে নিতে এসে ছাত্রলীগ যেমন ব্যর্থ হয়েছে তেমনি ব্যর্থ হয়েছে বামপন্থীরা ।
এখন পর্যন্ত আন্দোলন তার নিজস্ব গতিতে এগোচ্ছে এবং সাফল্য হাতছানি দিচ্ছে ঐ...
0 Comments