বাংলাদেশে আদিবাসী কেবল বাঙালিরা ।
পাহাড়ে বসবাসকারীরা উপজাতি অথবা ক্ষুদ্র নৃগোষ্ঠী।-আইন প্রতিমন্ত্রী[চ্যানেল২৪]
৯ আগস্ট ছিল বাংলাদেশ জ্বালানী নিরাপত্তা দিবস ।
৯আগস্ট নাগাসাকি দিবস ।
৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস ।
বাংলাদেশের প্রেক্ষিতে কোনটি গুরূত্বপূর্ণ ?
অবশ্যই এবং অবশ্যই জ্বালানী বিষয়ক দিবসটি।
জাপানের নাগাসাকি শহরে নিক্ষিপ্ত ফ্যাটম্যান আনবিক বোমার ক্ষত মানব জাতির কোনদিনই শুকাবেনা ।
যুক্তরাষ্ট্রের রেড ইন্ডিয়ান,আফ্রিকার ক্ষুদ্র জাতি,আমাজান জঙ্গলের গহীনে বসবাসকারী মানব প্রজাতি প্রভৃতি সংশ্লিষ্ট ভূমির আদিমতম অধিবাসীদের জীবনকে নিরাপদ করার অভিপ্রায়ে ১৯৯৩ সালকে জাতিসংঘ আদিবাসী বর্ষ ঘোষণা করে ।
বাংলাদেশে যারা আদিবাসী হতে চায় এরা ১৬-১৭শতকে এদেশে খাদ্য ও জীবনের নিরাপত্তার জন্য আসে।তাদের আমরা সাদরে আমাদের দেশে বরণ করে নিয়েছি এবং চিরকাল এক হয়ে বাংলাদেশে বাস করতে থাকবো।বহিরাগত আর্যদের ভারতে আসার পূর্ব থেকেই বঙ্গাল জাতির বসবাস ছিল এখানে, বাংলাদেশে, হরিকেল থেকে বঙ্গে, সমতট থেকে রাঢ়ে।সুপ্রাচীন ঐতরেয় আরণ্যক গ্রন্থেও এ জাতির উল্লেখ আছে ।
তাহলে কেন নৃতাত্বিকগোষ্ঠীর ভাইয়েরা সব ধরণের সরকারী সুবিধা নিয়েও আদিবাসী হতে চায় ?বিদেশী মিশনারীগুলো কি করে পার্বত্য চট্রগ্রামে। “আদিবাসী”দের তাদের ধর্ম ও বিশ্বাস থেকে যে বিভিন্ন এনজিও ও পশ্চিমা এডভোকেসি ফার্মগুলো সরিয়ে দিচ্ছে সে আলোচনা হবেনা কেন?হচ্ছেনা কেন?কবে হবে?
১০ আগস্ট, ২০১২।
0 Comments