”এই দুনিয়ায় সৎ, ভাল মানুষের বেইল নাই “ কেউ এই কথা বললে আমি তার বিরোধীতা
করি। কারণ আমি স্বার্থপরতা জলাঞ্জলি দিয়ে ভাল আর সৎ হওয়ার চেষ্টা করি। তো
ভাল মানুষের বেইল থাকবেনা এটা শুনলে খারাপ লাগেনা?
খারাপ লাগুক আর যা হোউক , ঘটনা তাই ঘটছে। জার্মানির মানবতাবাদী চ্যান্সেলর এঞ্জেলা মার্কেলের রাজনৈতিক দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের (CDU) সদ্য এক নির্বাচনের পরাজয় ঘটেছে। পরাজয়ের মূল কারণ দরিদ্র, গরীব, যুদ্ধবিধ্বস্ত অভিবাসীদের জার্মানিতে আশ্রয় দিয়েছেন মার্কেল। একারণে হিটলারের নয়াপুত্রধনেরা এবং পুঁজিবাদী ভন্ডরা মিলে মার্কেলের বিরুদ্ধে কড়া এজন্ডা সেট করে। তার ফলে চরম মুসলিম ও অভিবাসী বিদ্বেষী Alternative For Deutsche Welle-AFD নামের প্রায় মানবতাবিরোধী সন্ত্রাসবাদী একটি দল পাঁচ নম্বর তালিকায় চলে এসেছে এবং তারা এখন পার্লামেন্টে প্রতিনিধিত্ত্ব করার দাবিদার। অথচ এরা সাম্প্রদায়িক বর্ণবাদী পেজিডা মুভমেন্ট ও অভিবাসীদের আক্রমণ করার মত খারাপ কাজ করেছে। আর মার্কেল ও তার পার্টি দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সাম্যবাদী শাসনব্যবস্থার পক্ষ নিয়েছে বলে নির্বাচনে পরাজয় ঘটলো। এটা দু:খজনক। যে মার্কেল মমতা আর শ্রম দিয়ে অঘোষিত ফোর্থ রাইখের মাধ্যমে আধুনিক অর্থনৈতিক পরাশক্তির এক নব্য জার্মানির জন্ম দিয়েছেন তাকে ছুঁড়ে ফেলে যে অন্ধ মানববিদ্বেষীদের বেছে নিচ্ছে জার্মানির ভোগবাদী আত্মকেন্দ্রিক প্রজন্ম তা তাদের জন্য ভাল কিছু আনবেনা। ইতিহাস সাক্ষী, যখনই এই নাৎসী মেন্টািলিইট জার্মানিতে গজিয়ে উঠেছে তখনই জার্মানির পতন ঘটেছে।
#জার্মানি
খারাপ লাগুক আর যা হোউক , ঘটনা তাই ঘটছে। জার্মানির মানবতাবাদী চ্যান্সেলর এঞ্জেলা মার্কেলের রাজনৈতিক দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের (CDU) সদ্য এক নির্বাচনের পরাজয় ঘটেছে। পরাজয়ের মূল কারণ দরিদ্র, গরীব, যুদ্ধবিধ্বস্ত অভিবাসীদের জার্মানিতে আশ্রয় দিয়েছেন মার্কেল। একারণে হিটলারের নয়াপুত্রধনেরা এবং পুঁজিবাদী ভন্ডরা মিলে মার্কেলের বিরুদ্ধে কড়া এজন্ডা সেট করে। তার ফলে চরম মুসলিম ও অভিবাসী বিদ্বেষী Alternative For Deutsche Welle-AFD নামের প্রায় মানবতাবিরোধী সন্ত্রাসবাদী একটি দল পাঁচ নম্বর তালিকায় চলে এসেছে এবং তারা এখন পার্লামেন্টে প্রতিনিধিত্ত্ব করার দাবিদার। অথচ এরা সাম্প্রদায়িক বর্ণবাদী পেজিডা মুভমেন্ট ও অভিবাসীদের আক্রমণ করার মত খারাপ কাজ করেছে। আর মার্কেল ও তার পার্টি দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সাম্যবাদী শাসনব্যবস্থার পক্ষ নিয়েছে বলে নির্বাচনে পরাজয় ঘটলো। এটা দু:খজনক। যে মার্কেল মমতা আর শ্রম দিয়ে অঘোষিত ফোর্থ রাইখের মাধ্যমে আধুনিক অর্থনৈতিক পরাশক্তির এক নব্য জার্মানির জন্ম দিয়েছেন তাকে ছুঁড়ে ফেলে যে অন্ধ মানববিদ্বেষীদের বেছে নিচ্ছে জার্মানির ভোগবাদী আত্মকেন্দ্রিক প্রজন্ম তা তাদের জন্য ভাল কিছু আনবেনা। ইতিহাস সাক্ষী, যখনই এই নাৎসী মেন্টািলিইট জার্মানিতে গজিয়ে উঠেছে তখনই জার্মানির পতন ঘটেছে।
#জার্মানি
0 Comments