সর্বশেষ

মিনার দূর্ঘটনার কবিতা

দেখেছি মৃত্যুকামীদের মৃত্যুর প্লাবন,মক্কায় বিশ্বমিলনায়তনে
আহা!কি নির্মম এই হতাহত রক্তকাব্য,
খুলেছে দাঁত ঐ ওঁত্‍পাতা বিদ্বেষীর,নেচেছে ডিপ্লোমেটিক ভন্ড
এদিকে কাস্টোডিয়ান বদমাশদের ঈশ্বরের ইচ্ছায়
হাজীদের দোষারোপ চলে;মিডিয়ার উন্মদনায়
লাশের দলা দেখা যায়,হায়!
মিনার শরীর জুড়ে মানুষের কান্না।আর
রিয়াদে পশুদের ভোগবিলাস,ব্যভিচার এবং
দুই কোটি টাকা ক্ষতিপূরণ;আল সৌদ আগাছাদের আবার চেনায়।
২৬.০৯.২০১৬
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments