সর্বশেষ

সৌদি রাজপরিবারের প্রোপাগান্ডা ও হ্জ্জ কেলেঙ্কারী

বিশ্ব মানবতার প্রতি দায়বদ্ধতাহীন আল সৌদ পরিবারকে এবার বোঝাতে হবে হেজাজের নাম পরিবর্তন করে সৌদি আরব দিলেই মক্কা ও মদীনার মালিকানা পাওয়া যাবেনা।এই দুটি শহর পৃথিবীর সমগ্র মুসলমানের।মক্কায় ক্রেন দুর্ঘটনায় ১০৯ জন হাজীর মৃত্যুতে দায়িত্ত্বহীনতার জন্য আল সৌদ পরিবারকে দোষী করা জায়েজ।সর্বশেষ মিনায় যে প্রায় আট শত নিরপরাধ মানুষ নিহত হলো এর দায়ভার সম্পূর্ণ সৌদি রাজপরিবারের।প্রোপাগান্ডা সংবাদ অনুযায়ী সৌদি এক ভোগবাদী প্রিন্স আসায় মিনার পথ বন্ধ করে দেয়ায় এই পদদলনের ঘটনা।এটি সত্য বা মিথ্যা যেকোনটি হতে পারে।আমার মতে সৌদি আরব হাজীদের নিরাপত্তায় সবচেয়ে চৌকশ বাহিনী নিয়োজিত করেনি।সেই বাহিনী এখন দরিদ্র ইয়েমেনীদের হত্যায় নিয়োজিত।ফলে অদক্ষ বাহিনী এত বিরাট জনতার শৃঙ্খলা রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ হয়ে এই গণহত্যার অনুঘটক হয়েছে।এখন এর প্রতিক্রিয়ায় অনেকেই হাজীদের সংখ্যা কমিয়ে আনার পরামর্শ দিচ্ছে।এরা আল সৌদের মুনাফিকদের চেয়ে একটুও কমনা।যে হজ্জ্ব করতে যাবে তাকেই সুযোগ দিতে হবে।পরের বছর সে বাঁচবে কি না তার গ্যারান্টি কে দিবে?তাই হাজ্জী না কমিয়ে নিরাপত্তা ও হজ্জের স্থানের প্রসারণ ঘটানো হবে সবচেয়ে উত্তম সিদ্ধান্ত।ওআইসির জায়নিস্ট পুতুলগুলো চুপ করে আছে কেন?মক্কা ও মদীনায় হজ্জ্ব করতে যাওয়া প্রতিটি নারী ও পুরুষ আল্লাহর অতিথি।মহানবী স মক্বা ও মদীনায় হজ্জ্ব পালনকারীদের জন্য নিরাপত্তা ও বিনামূল্যে খাদ্য ও বাসস্থান দিতে নির্দেশ দিয়েছেন।সেটি যদি না পারে তবে আল সৌদ বংশ মক্কা ও মদীনার কর্তৃত্ত্ব ছেড়ে দিক।এই মর্মান্তিক ঘটনাত্রয় আল সৌদ পরিবারের ক্ষমতাচ্যূতির জন্য যথেষ্ট।এবার বিশ্বের প্রতি প্রান্ত থেকে আল সৌদ পরিবারের প্রতি ঘৃণা নয় শুধু পতনের দাবিও উঠুক।
২৬.০৯.২০১৬
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments