সর্বশেষ

মেঘনাদের মানবাত্মা


এবারে বাড়ি বাড়ি প্রতিরোধ দুর্গ বানাবে অনার্য,
ইন্দ্রের বিলাসী রাজ্যটি দখল করে
ফিরিয়ে দেবে মৃত্তিকার কাছে
মেঘনাদের প্রচণ্ড নাদে প্রকম্পিত ব্যভিচারী স্বর্গালয়
আর মাথা তুলে দাঁড়াবেনা,নর্তকী-অপ্সরী দৈব লাম্পট্যের জাল ছিঁড়ে মুক্ত হবে।

দেবতাদের অনাচারী স্বর্গ অনার্যের ধানখেত মাড়ানো পদতলে পৃষ্ঠ হবে
অভিশপ্ত গণিকাদের বন্দিত্ত্ব ঘুচে যাবে,ওরাও জন্ম দেবে মানবমানবী
শুধু বহুগামী দেবতা ও দেবদূতদের সব অনধিকার কেড়ে নিয়ে
তাদের নিঃস্ব করে দেবে মেঘনাদ ও তাঁর বিক্ষুব্ধ উত্তরপুরুষ
এবারের কাব্যের নাম হবে দেবদেবীবধ।
আমি মেঘনাদের মানবাত্মা নির্দ্বিধায় এই হুঁশিয়ারি দিচ্ছি।

২৬.০৯.২০১৫
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments