আমি মেঘনাদ।
বিষদাঁত একদম ভেঙে দেবো তোমার দেবরাজ,
কতদিন আর শোষণের শিকলে বাঁধবে আমায়,
তোমাদের বুদ্ধিবৃত্তিক বেশ্যালয় ধ্বসিয়ে দেবো-
কলম ও কব্জায় ;যত নর্তকী মাতায় তোমাদের,যত সেবক সেবা করে সবগুলোকে নিরাপদে নিয়ে
দেবদেবীগুলোর আরাম কেদারায় আগুন দেবো,
আমারই ভূখন্ডে,আমার খেয়ে,আমার রক্তের উপর ছড়ি ঘোরানো
শ্বেতাঙ্গ অসুস্থ ভোগবাদী দেবতা,আর তাদের না-মসনদের খুঁটি উচ্ছেদ করবো, কেটে দেবো সবগুলো ডানা,
বাহারি বাহন সব পুড়িয়ে কাবাব করে খাবো সমবণ্টন করে
পূজোপ্রার্থীদের বের করে দেবো আমাদের উর্বর জমি থেকে,ফলাবে শস্য করদেয়াবিহীন
নিজের ভাগ্য নিজে গড়বো
স্বর্গ বানাবো প্রতি ঘরে
এবারের বিজয়গাঁথা আমরাই লিখবো
এবারে মেঘনাদের বিজয়,এবারে দেবতাবধ ছড়াবো ধরায়
সূরাপানকারী নারীবেষ্টিত বর্ণবাদী দেবতার দিন শেষ,সমাপ্ত ঈর্ষাকাতর স্বেচ্ছাচারী দেবীর দিনও
এখন সর্বহারার দিন,এখন পরাজিত শ্রমিকের বীণ বাজবে তীব্রসুখে
যাকে অসুর নাম দিয়ে অসাম্য ছড়িয়েছে ওরা
এখন আর হবেনা,ইন্দ্রের কপাল পোড়াবো,
যত মানববিদ্বেষী সুযোগসন্ধানীর ক্রোধযুক্ত অভিশাপকে অকার্যকর করবো,নজরানার বর বিলুপ্ত করবো
কৃষকের ঘামবিষে,চাষার উপ্ত বীজে,অনার্যের কঠোর শ্রম,সারল্য ও প্রতিবাদে,মানব-মানবীর মিলনে
জন্মানো এক ঝাঁক মেঘনাদ উদ্ধার করবে স্বর্গ ফের এবং বারবার
কামাসক্ত,বেশ্যানুরক্ত,অলস অমানুষদের হাত থেকে ।
বিষদাঁত একদম ভেঙে দেবো তোমার দেবরাজ,
কতদিন আর শোষণের শিকলে বাঁধবে আমায়,
তোমাদের বুদ্ধিবৃত্তিক বেশ্যালয় ধ্বসিয়ে দেবো-
কলম ও কব্জায় ;যত নর্তকী মাতায় তোমাদের,যত সেবক সেবা করে সবগুলোকে নিরাপদে নিয়ে
দেবদেবীগুলোর আরাম কেদারায় আগুন দেবো,
আমারই ভূখন্ডে,আমার খেয়ে,আমার রক্তের উপর ছড়ি ঘোরানো
শ্বেতাঙ্গ অসুস্থ ভোগবাদী দেবতা,আর তাদের না-মসনদের খুঁটি উচ্ছেদ করবো, কেটে দেবো সবগুলো ডানা,
বাহারি বাহন সব পুড়িয়ে কাবাব করে খাবো সমবণ্টন করে
পূজোপ্রার্থীদের বের করে দেবো আমাদের উর্বর জমি থেকে,ফলাবে শস্য করদেয়াবিহীন
নিজের ভাগ্য নিজে গড়বো
স্বর্গ বানাবো প্রতি ঘরে
এবারের বিজয়গাঁথা আমরাই লিখবো
এবারে মেঘনাদের বিজয়,এবারে দেবতাবধ ছড়াবো ধরায়
সূরাপানকারী নারীবেষ্টিত বর্ণবাদী দেবতার দিন শেষ,সমাপ্ত ঈর্ষাকাতর স্বেচ্ছাচারী দেবীর দিনও
এখন সর্বহারার দিন,এখন পরাজিত শ্রমিকের বীণ বাজবে তীব্রসুখে
যাকে অসুর নাম দিয়ে অসাম্য ছড়িয়েছে ওরা
এখন আর হবেনা,ইন্দ্রের কপাল পোড়াবো,
যত মানববিদ্বেষী সুযোগসন্ধানীর ক্রোধযুক্ত অভিশাপকে অকার্যকর করবো,নজরানার বর বিলুপ্ত করবো
কৃষকের ঘামবিষে,চাষার উপ্ত বীজে,অনার্যের কঠোর শ্রম,সারল্য ও প্রতিবাদে,মানব-মানবীর মিলনে
জন্মানো এক ঝাঁক মেঘনাদ উদ্ধার করবে স্বর্গ ফের এবং বারবার
কামাসক্ত,বেশ্যানুরক্ত,অলস অমানুষদের হাত থেকে ।
আমি মেঘনাদ।আমি অনার্য।আমি স্বেচ্ছায় ফিরে এসেছি
আমার শ্লোগানের প্রকম্পনে ভীত কেন সম্ভোগরত দেবদেবী?
খালি করে দিতে হবে আমার ক্ষেত,বন,ঘর;স্বর্গ নাম দিয়ে ভোগদখল আর চলবেনা,
হুঁশিয়ারী, ভাল হয়ে কেটে পড়! হুঁশিয়ার হুঁশিয়ার
খেটেখুটে খেতে হবে,না হয় অনার্যের পৃথিবী ছাড়।
২৬.০৯.২০১৫
আমার শ্লোগানের প্রকম্পনে ভীত কেন সম্ভোগরত দেবদেবী?
খালি করে দিতে হবে আমার ক্ষেত,বন,ঘর;স্বর্গ নাম দিয়ে ভোগদখল আর চলবেনা,
হুঁশিয়ারী, ভাল হয়ে কেটে পড়! হুঁশিয়ার হুঁশিয়ার
খেটেখুটে খেতে হবে,না হয় অনার্যের পৃথিবী ছাড়।
২৬.০৯.২০১৫
0 Comments