মাশরাফির উপর মাঝখানে একটু রাগ করেছিলাম । কারণ তার হুটহাট সিদ্ধান্ত । দলে পারফরমেন্সহীন মিঠুন , সৌম্য, লিটনকে একের পর এক সুযোগ দেয়া । পারফেক্ট সময়ে ফ্যাকচুয়ালের বদলে ইমোশনাল ডিসিশন নেয়া । কিন্তু এই ছেলেটারে আমি ভালবাসি । বেশি রকম ভালবাসি । কদিন আগের পাকিস্তান ভারতের ডাইহার্ড সাপোর্টারগণ যারা বাংলাদেশের আজকের সুসময়ের ভক্তকুল তারা এটা বুঝতে পারবেনা । আমরা বাংলাদেশকে ভালবাসি । এটি সামষ্টিক চেতনা , এখানে দেবব্রত বা উত্পল শুভ্রর ব্যক্তিপূজাকেন্দ্রিক মাশরাফি গৌণ ।
২।
যখন দেশে কোন পেসার ছিলনা । মাশরাফির ১২৮ কিমি থেকে সর্বোচ্চ ১৩৬ কিমি গড়ে বল দেখে গৌরব করতাম তখনকার মাশরাফি পাগল আমি । সেই যে ভারতকে হারানোর ম্যাচে প্রথম ওভারে শেওয়াগকে বোল্ড করাসহ ৪ উইকেট তা আজো জ্বলজ্বল করে চোখে।এই ছেলেটা তখনকার ব্যাটিং বিপর্যয়ের যুগে টেলএন্ডে এসে ধুমধাম ছক্কা চার মারতো।আমরা তাতেই খুশী হতাম।অবুঝের মত দাবি জানাতাম ,মাশরাফিকে স্বীকৃত অলরাউন্ডার ঘোষণা করুক আইসিসি । ঘরের মাঠে বিশ্বকাপে যখন তাকে ফিটনেসের অজুহাতে বাদ দেয় তখন তাঁর জন্য মাঠে নামা হাতে গোনা কিছু মানুষের মধ্যে আমিও ছিলাম ।তার সাথে চোখের পানি আমারো পড়েছিল।অতএব মাশরাফিরে ভালবাসা শেখাতে আসবেননা ।
৩।
সে আমাদের শ্রেষ্ঠ অধিনায়ক । তার প্রতি সম্মান ভালবাসা আছে । গতকালের পারফরমেন্সের মাধ্যমে সে প্রমাণ করেছে দলে #মাশরাফি যোগ্যতার বলেই টিকে আছে । আমার সব রাগ ক্ষোভকে তাই আর আমলে নেয়ার প্রয়োজন নেই । মাশরাফির হাত ধরে শত বিজয় আসুক এটাই চাই । #বাংলাদেশ জিতলে সবাই জিতে যায় । হেরে গেলে সবাই হারেনা । যে কয়জন হারে তার মধ্যে আমি আছি । কারণ ক্রিকেটের রাজনৈতিক অর্থনীতি তরুণদের মধ্যে আমার চেয়ে বেশি কেউ ভাবেনা-এটা আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি । আমি বাংলাদেশের অদম্য অবস্থান দেখে বেঁচে থাকি । বাংলাদেশ ক্রিকেট দল আমার বেঁচে থাকার জ্বালানি শক্তি । এই দল নিয়ে উচ্ছ্বাসে মাতার এবং দলে কেউ ভুল করলে তা নিয়ে সমালোচনা করার পূর্ণ অধিকার আমার আছে। ভুলে যাবেন না, এই আমার মত এমন মানুষের সোস্যাল মিডিয়া ক্যাম্পেইনই #ইমরুল কায়েস আর #নাসিরকে দলে ফিরিয়ে এনেছে। শুধু অন্ধভক্ত হলে চলবেনা, গঠনমূলক সমালোচনাও করতে হবে। আমি তাই করি। আমার জীবনের ইচ্ছে ছিল ক্রিকেটার হওয়ার। ক্রিকেট আমার রক্তের মধ্যে গেঁথে আছে। আমার কাছে এটি নেহায়েত বিনোদন নয়। ক্রিকেট এ জাতির প্রাণ, ক্রিকেট আমারও প্রাণ। বাংলাদেশ হারলে আমিও হারি, হারার পর দ্বিগুণ উদ্যমে সমর্থন করতে ফিরেও আসি। আপনার মতো পাকিস্তান-ভারতের খেলা হলেই উপচে পড়া প্রেম নিয়ে টিভির সামনে হা করে থাকিনা। বুঝা গেছে ব্যাপারটা??
#BANvENG #মাশরাফি #Mashrafe

0 Comments