সর্বশেষ

বিষফোঁড়া

এখন কে তোমাকে একথা বোঝাবে যে, হিন্দি সিরিয়াল মানে অপজীবন ?
আমি বলতে চেয়েছি, এই যে তোমাকে এই মহাপাঠশালায় পড়াশোনা করায় কৃষক-শ্রমিক-গরীব
তো তুমি তাদের কথা ভাবোনা কেন ?
কেন রিকশাওয়ালার ঘাম তুমি নাক সিঁটকাও-
কেঁদে ভাসাও কারিনা-দিপীকা-রণবীর-শাহরুখের মিথ্যা দুঃখে ?
আমি সাধ্যমত চেষ্টা করেছি;তোমাকে নিয়ে বেরিয়েছি বাতাসে তোমার শাড়ি ওড়াতে
তবু তুমি বোঝোনি
তোমার রিংটোন ছিল , বোঝেনা সে বোঝেনা
আমি বলেছি শতবার , প্রিয়তমা, তুমি ছাড়া আসলে কে ?
কে আসলে বোঝেনা ?

তারপর তুমি চলে গেলে কানের উপর চুল সরিয়ে এয়ার ফোন দিয়ে
জানিয়েছিল তোমার কোমরের দোলা
কানে বাজছে একটা অশ্লীল হিন্দি গানা ।
তুমি খাও চায়ের পেয়ালায় অপসাংষ্কৃতিক বিষ
তোমার দেহে, ভ্রুতে, ঠোঁটে ও শব্দে বিষ ঝরে পড়ে
শীলাবৃষ্টি যেন বিষবৃষ্টি !
#বিষফোঁড়া
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments