সর্বশেষ

ওয়ার অন টেররিজম প্রজেক্ট

কাপুরুষ সন্ত্রাসীর গুলিতে নিহত বাংলাদেশের পরম বন্ধুরাষ্ট্র জাপানের নাগরিক হোসিও ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং নিয়মিত জুমআর নামাজও পড়তেন।(ইত্তেফাক)জন্মসূত্রে বাংলাদেশি এই ব্যক্তি চেয়েছিলেন হয়তো তার জন্মভূমি বাংলাদেশে আজীবন থেকে যেতে।সন্ত্রাসীরা সেটি চায়নি।মুসলমান হয়েও সে বাঁচতে পারেনি।এ ঘটনা প্রমাণ করে এই অজ্ঞাত পরিচয়ধারী সন্ত্রাসীদের কাছে ধর্ম কোন ব্যাপার নয়,এদের শত্রু মূলত বাংলাদেশ নামের রাষ্ট্র।এদের কাছে ইসলামধর্মের অনুসারীও নিরাপদ নয়।এরা চায় যেকোন উপায়ে বাংলাদেশকে অনিরাপদ করতে,ব্যর্থ রাষ্ট্র করতে এবং দেশকে অস্থিতিশীল করে সুবিধা লাভ করতে।সে সুযোগ এদের দেয়া যাবেনা।ওয়ার অন টেররিজম প্রজেক্টে ঠেলে দিতে যে ষড়যন্ত্র তার বিরুদ্ধে আগেভাগেই বাংলাদেশ সরকারের Counter Terrorism ব্যবস্থা নেয়া এখন সময়ের শ্রেষ্ঠ দাবি।
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments