আফ্রিদা, আমি আপনার ছবিগুলো পড়েছি, বেশ তীক্ষ্ণ নজর দিয়ে পড়েছি
আপনার ছবিলেখা; বেশ স্পষ্ট করে আপনি চলে যাওয়ার বার্তা দিয়েছিলেন আগেই
যেহেতু আমরা মৃত্যুর পূর্বে কাউকে অধ্যয়ন করিনা, সেহেতু আপনাকে অধ্যয়ন করা হয়নি আমাদের
এ ব্যর্থতা আপনার আশেপাশের মানুষের, আপনার ছবি যারা দেখে মুখে কেবল ‘ওয়াও’ বলেছে, লিখেছে অসাধারণ অথচ জানতে চায়নি কেন আপনি এত বেশি জটিলতাকে আঁকছেন
কেন আপনার প্রতিটি ছবি ক্রিটিক্যাল স্টাডির খোরাক, কেন আপনি দ্বন্দ্বকে প্রাধান্য দিচ্ছেন, কেন সৃষ্টি ও মৃত্যুকে লিখছেন তুলি ও রং দিয়ে
কেউ তা জানতে চায়নি;
আপনার চলে যাওয়া আপনাকে এবস্ট্রাক্ট ও রিয়েলিজমের মধ্যবর্তী জায়গায় রাখবে, কিন্তু তাতে করে আপনি না মরবেন , না বাঁচবেন-
তা আমরা জানলাম না;
আপনি এই রহস্য তৈরি করে নিজেই রহস্য ভেদ করতে চলে গিয়েছেন
আর আপনার কাছের কেউ কেউ স্ট্যাটাসে বেদনার বিস্ফোরণ ঘটাচ্ছেন...
কেউ ভাবেনি, কি আঁকছেন, কেন আঁকছেন! সবািই কেবল এক্সিবিশনের কথা ভেবেছেন
আপনি এক্সিবিশনের জন্য ছবি আঁকেননি, আপনি আপনার চলে যাওয়াকে ধীরে ধীরে প্রকাশ করে গিয়েছিলেন
এই কংক্রিটের আবেগহীনতাকে, এই খ্যাতির পিছনে ছোটা সমাজকে, এই এন্ড্রোয়েডে বন্দি রাত্রিকে আপনি তীব্র অপছন্দ করেছিলেন
আপনাকে দেয়া শিক্ষার মধ্যে প্যারাডক্স ছিল, আপনি বিভ্রান্ত জগতের উত্তর খুঁজছিলেন, সেই উত্তর আপনার পাশে থাকা কেউ দিতে পারেনি
তারা ছুটেছিল দুনিয়ার পিছনে, আপনি চেয়েছিলেন দুনিয়াকে হারাতে
আপনাকে দেয়া শিক্ষার মধ্যে প্যারাডক্স ছিল, আপনি বিভ্রান্ত জগতের উত্তর খুঁজছিলেন, সেই উত্তর আপনার পাশে থাকা কেউ দিতে পারেনি
তারা ছুটেছিল দুনিয়ার পিছনে, আপনি চেয়েছিলেন দুনিয়াকে হারাতে
আমরা ধরতে পারিনি,
আমরাই আপনার মৃত্যুর জন্য দায়ী
আপনি অমর শিল্পী, আপনি বিজয়ী
আপনি নিকট ও দূরে থাকা পরাজিতদের খাইয়ে গেলেন বেদনার নীল ও লাল রঙের খিচুড়ি,
সাথে লবনহীন স্মৃতি ও ছবিকাতরতার বিমূর্ত তরকারী
আপনি শিল্পী, আপনি রাঁধুনী, আপনি ভিন্ন ধাঁচের পরিবেশনকারী
বলতে পারি, আমি ও আমরা তা নির্দ্বিধায় বলতে পারি
আপনি মন্দ থাকবেন না, মৃত্যুকে এঁকে যাওয়া আফ্রিদা...।
(১৫ জানুয়ারী ২০১৮ তে মাত্র ২০ বছর বয়সী আফ্রিদা তানজীম আত্মহত্যা করেছেন। তার চলে যাওয়াকে নিয়ে লিখিত কবিতা।)
বলতে পারি, আমি ও আমরা তা নির্দ্বিধায় বলতে পারি
আপনি মন্দ থাকবেন না, মৃত্যুকে এঁকে যাওয়া আফ্রিদা...।
(১৫ জানুয়ারী ২০১৮ তে মাত্র ২০ বছর বয়সী আফ্রিদা তানজীম আত্মহত্যা করেছেন। তার চলে যাওয়াকে নিয়ে লিখিত কবিতা।)
0 Comments