সর্বশেষ

ডুবে যাওয়া, বেঁচে থাকা


একবার আমি ডুবে যাচ্ছিলাম প্রায় পানিতে
আমার কাঁধে পা দিয়ে নিঃশ্বাস নিচ্ছিল
আরেক মানুষ;আমি শুধু ভেবেছিলাম কলমির ডাল ধরে
এ কেন এমন না করে কূলে উঠে আমারে টেনে তুলছেনা?
আমি বেঁচে গিয়েছিলাম,ভেসে উঠেছিলাম তারিণী মাঝি না হয়েই
পেটভরে পানি খেয়ে !


এখন আমি প্রতিনিয়ত ডুবে যাই অবিশ্বাসের জলে
হাসি দিয়ে কাছে এসে আমারে পোচ দেয় কেউ ব্লেড দিয়ে,
কেউ আড়ালে গালির পাহাড় ছুঁড়ে দেয়,
ভালবাসা দিতে এসে স্নিগ্ধ হাতে এক কাপ বিষ দেয় কেউ
কেউ আমাকে কথা দেয় পাশে থাকার ঝড়ের সময়
বৃষ্টির আঁচ পেলে নিরাপদ দূরত্ত্বে যে পালায়
আমাকে উদ্ধার করার কথা বলে আরো জোরে ধাক্কা দিয়ে
ডুবিয়ে দেয় কাঁটাজলে
ছিঁড়ে যাই,আমি টুকরো টুকরো হই নিঃশ্বাসহীন
তবু বেঁচে থাকি
আরো কত বাকি
যে ডুব আর যুদ্ধের আমার এ ছোট্র জীবনে ।

কখনো হাঁপিয়ে উঠি,নিজেকে প্রশ্ন করি
'আমি কি বেঁচে আছি?'
'নিশ্চয়ই,নিশ্চয়ই' কদম গাছের উঁচু ডাল থেকে তাজা একটি পাতা গায়ে পড়ে উত্তর দেয়
কেন তাজা পাতা গাছ থেকে ঝরে যায় তার উত্তর জানা নাই
যেমন জানিনা,
কেন বুকের ভেতরের রক্তক্ষরণে আমার ঘোচানো শার্টগুলো ভিজে একাকার হয়না !
#ডুবে যাওয়া, বেঁচে থাকা
April 11, 2016 at 3:58am
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments