মার্কিন সপ্তম নৌবহর চট্রগ্রাম বন্দরে ঘাঁটি করছে ।সম্প্রতি হিলারি ক্লিনটনের বাংলাদেশ সফরের মূল উদ্দেশ্য ছিল এটা ।খবরটি দিয়েছে টাইমস অফ ইন্ডিয়া ।
তবে এ ব্যাপারে মার্কিন পররাষ্ট্র দপ্তর কিছু জানাতে অস্বীকার করে ।একই অবস্থা বাংলাদেশ সরকারেরও -[১জুন,রেডিও তেহরান]
স্বাধীনতা,সার্বভৌমত্ব ও দেশপ্রেম নিয়ে বিরাট বিরাট সব লেকচার প্রদান করে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে পৈত্রৃক সম্পত্তি মনে করা একটি রাজনৈতিক দল।সে দল এখন ক্ষমতাসীন,তাদের সঙ্গে রয়েছে তথাকথিত পুঁজিবাদ ও সাম্রাজ্যবাদ বিরোধী ফাঁকা বুলির নামসর্বস্ব দল(তবে এই দলের নেতারা ঠিকই আমেরিকায় অবকাশ যাপন করেন,ভারতের কাছে মাথা নত করেন)।
তারপরও হিলারি আমাদের বন্দরে সেনা সমাবেশ ঘটাতে চায়,আমাদের ভূখন্ডকে আমাদেরই প্রতিবেশীর বিরুদ্ধে ব্যবহার করার দুঃসাহস পায় !
এই কী দেশপ্রেম ?
এই কী স্বাধীনতা রক্ষা?
অবিলম্বে বর্তমান সরকারকে দেশদ্রোহিতাপূর্ণ এই অপচুক্তি বাতিল করতে হবে।
অন্যথায় জনগণ আরেকবার রক্ত ঝরাতে বাধ্য হবে।
0 Comments