প্রতিটি মুহূর্তে তাঁর প্রতিক্ষায়,
শতশত চিন্তার মহীরূহ
আমার হৃদয় পাহারায়
ব্যর্থ হয়ে যেন বলে উঁহ !
কিছু অন্যরা তামাশা করে,
সুপ্তশক্তি অগোচরে রয়ে যায়।
ভালবাসা অকালে মরে,
পাখি থাকেনা মনের খাঁচায়।
ভাবনার বিক্ষিপ্ত চলাফেরা
খোঁজে
হন্যে হয়ে এক চিমটি ছোঁয়া !
না বুঝে।
মধ্যরাতে নগ্ননৃত্যের পদধ্বনি
আজো শুনিনি;দেখেছি শুভ্র হাসি
এসেছো হয়ে ভয়ংকর অশনী
ঘোর কেটে গেলে ভাল ঠিকই বেসেছি ।
বারবার ভেঙে যাওয়া কাঁচাঘুম,
পরক্ষণেই সৃষ্টিতত্বের চিন্তা
করা শুরূ করে দেয় ধুম ।
হঠাত্ চলে আসে মূর্তিটি নিষিদ্ধা !
অনাকাঙ্খিত বিচিত্র ভাবনা,
নিয়ন্ত্রনের আশায় বারবার আসে।
অবধারিতভাবেই তারা কখনো যাবেনা।
থাকবে আমার মস্তিষ্কের চারপাশে ।
আমি বহুরূপ চিন্তা করবো,
সৃষ্টি করবো ও সৃষ্টি ভাঙবো।
আমার স্বেচ্ছাচারিতাই চিন্তাকে নিরন্তর
আঘাত করে পরাজিত করবে।
তবুও বহুরূপ ফিরে আসে।
তার বিনাশ হয়,আমার
চরণতলে বহুরূপীর সমাধি থাকে।
আমি অবিনশ্বর,
আমাকে কেউ ছোঁয়না ।
তাদের অস্তিত্ব আমাকে হাসায় ।
0 Comments