আজো রয়েছে মীর জাফরের প্রেতাত্মা;
ঘসেটির প্রতিহিংসা ;রয়েছে জগত্শেটের সুষ্পষ্ট প্রতিচ্ছবি-
ক্লাইভের উত্তরসূরীগুলো এখনো আছে,
কিন্তু নেই সিরাজ কিংবা মদন,
সিঁনফ্রেরা নিস্তেজ।
মুহুর্মুহু স্বাধীনতা হুমকীর মুখে
পড়ে;
পলাশী নয়,ঢাকাতে-
২৩ জুন আসে,
কেউ তাঁকে চেনেনা !!!
0 Comments