চলে যাওয়া বেদনা যখন
ফিরে আসে বছর ঘুরে
তখন তুমি নেই।
তুমি থাকো অজানায়,অ-ফেরা তুমি।
তোমার মমতা তুলনাহীন,
ছিল উদ্দেশ্যপ্রণোদিত-
তিরস্কারও
উজ্জ্বল সম্ভাবনার ইঙ্গিত !
আমি এখনও প্রতীক্ষায়,
তুমি থাকো অজানায়,অ-ফেরা তুমি ।
আমি ছিলাম তোমার পায়ের কাছে,
তোমার চোখ ক্লান্ত ছিল,
চিরনিদ্রায় যেতে অধীর।
তুমি অল্প কিছুই খেতে পারতে,
আমি সবই খাই যখন,
তুমি থাকো অজানায়,অ-ফেরা তুমি।
ফিরে তুমি আসবেনা,
জানি,তাও মন মানেনা!
চোখের বৃষ্টি অঝোর ধারায়,
ঝরে থেমে যায় আবার।
যখন স্মৃতি কাঁদায়,
তখনো দেখি
তুমি থাকো অজানায়,অ-ফেরা তুমি।
আমি একা বেঁচে থেকে তোমাকে স্মরী।
0 Comments