'পাকিস্তান থেকে তিনি সরাসরি বাংলাদেশে আসেননি;প্রথমে তাঁকে নিয়ে যাওয়া হয় লন্ডনে,সেখান থেকে দিল্লি,তারপর আসেন বাঙলাদেশে।কেনো এতো পথ ঘুরে,বিশ্ব পর্যটন করে,তাঁকে নিজের দেশে আসতে হয়েছিল তা আমরা জানিনা।দিল্লি থেকে আকাশবাণীতে মুজিব আমাদের উদ্দেশ্যে একটি ভাষণ দিয়েছিলেন,আমরা তাঁর কথা শোনার জন্য উত্কণ্ঠ ছিলাম।বেশ মনে পড়ে তিনি ইংরেজিতে ভাষণ দিতে শুরু করেছিলেন,আর তখনই ইন্দিরা গান্ধি হিন্দিতে তাঁকে ফিসফিস করে পরাপর্শ দেন,-আমরা তা শুনতে পাই,'বাঙলা কহিয়ে'।
মুজিবের কেনো মনে হয়েছিল তাঁকে ইংরেজিতে বলতে হবে?
ইন্দিরার কেনো মনে হয়েছিলো মুজিবের বাঙলায় ভাষণ দেয়া উচিত ?
[পৃষ্ঠা নং-৪৩,আমরা কি এই বাঙলাদেশ চেয়েছিলাম,হুমায়ূন আজাদ ]
মুজিবের কেনো মনে হয়েছিল তাঁকে ইংরেজিতে বলতে হবে?
ইন্দিরার কেনো মনে হয়েছিলো মুজিবের বাঙলায় ভাষণ দেয়া উচিত ?
[পৃষ্ঠা নং-৪৩,আমরা কি এই বাঙলাদেশ চেয়েছিলাম,হুমায়ূন আজাদ ]
0 Comments