নির্বাক জটিলতা,
অপ্রকাশিত কথা
ও কয়েক ঘন্টার সমাচার-
জীবনকে এলোমেলো করতে চায়,
কিন্তু পারেনা,একটি সরল প্রতিকৃতি
অবচেতন অথবা চেতনে সতর্ক করে।
নিষিদ্ধ আনন্দ,
অথবা নির্লজ্জতা
এবং
একটি অনাকাঙ্খিত আকাঙ্খা
আমাকে সন্ত্রস্ত করে।
আমি সতর্ক,ভয় ও পাই,
তারা তা বোঝেনা ।
0 Comments