উত্সব
কয়েকটি গ্রাম্য চলে এসেছিল,
তা না হলে
সবই ছিল যুগোপযোগী,স্মার্ট
তারা খোলা পোশাকে.অঙ্গভঙ্গিতে আর
বিকৃত সুড়সুড়ি জাগানো কথাবার্তায় ।
গ্রাম্যগুলো সবজি খাওয়া উত্সব করতে চায়না ।।
ওদের কাছে টাকা নেই,খাতা কেনার মত সামর্থও নেই।
অথচ এসেছে একটি বিদ্যালয়ে পড়তে,
যেখানে প্রতিনিয়ত উত্সব চলে।
উত্সব আর উত্সব আর উত্সব !
ভাত উত্সব,ছড়া পড়া উত্সব,সবজি উত্সব...
সেই সাথে দলিত মলিত স্তন দেখানো উত্সব,
সেদিন বোরখা পরা হুজুরনীরাও অনাবৃত,
গোপনমলিত,শতব্যবহৃত শরীর দেখায়।
উত্সবের জন্য গ্রাম্যরা কষ্টার্জিত,
ঘামঝরানো কয়েকটি পয়সা দেয়না,তারা বাধ্য হয়
অথচ মেধাবী উদ্বাস্তু ও কোটাজীবীরা দিয়ে দেয় অনায়েসে।
উত্সব চলে,উত্সব চলে
সবজি খাওয়া উত্সব চলে।
গ্রাম্যরা একমুঠো ভাত খেতে চায়,
তারা সব্জি পায়না,সবজি চায়না।
[৩০জুন জাবির ডিপার্টমেন্টে আয়োজিত ফলোত্সবের প্রতিবাদে লিখিত]
0 Comments