আমরা ঘৃণা করি সেইসব ব্যক্তিকেন্দ্রিক স্বার্থপর রাজনীতিজীবীদের যারা বিশ্বব্যাংকের পদ্মাসেতুতে অর্থায়ন বিষয়ক কেলেংকারীতে জড়িত।
আমরা সেই রাজনৈতিক দলকেও আদর্শচ্যুত্ মনে করি যা দুর্নীতিবাজ নেতা ও কর্মীকে বরখাস্ত না করে অন্যপদে স্থানান্তরিত করে।
এছাড়াও আমরা সেই রাজনৈতিক দলের আদর্শকে প্রশ্নবিদ্ধ করি যা জাতীয়তাবাদের স্লোগান তুলেও সুদে জর্জরিত হয়ে রক্তচোষা সাম্রাজ্যবাদীদের কাছে ঋণী হতে চায়।
এমতাবস্থায় পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে করার প্রস্তাব দেওয়ায় এই প্রথম প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি।
নিজেদের টাকায় কোন কিছু করতে চাওয়া মানেই হচ্ছে জাতীয়তাবোধ,আত্মমর্যাদাবোধ ও সার্বভৌমত্ববোধ জেগে ওঠা।
বিশ্বব্যাংক হচ্ছে সাম্রাজ্যবাদী ও পুঁজিবাদীদের অর্থনৈতিক হাতিয়ার যা তৃতীয় বিশ্বের দেশগুলোকে শোষণ করতে সৃষ্টি হয়েছে।সেই বিশ্বব্যাংকে চ্যালেঞ্জ করে আমাদের টিকে থাকতে হবে।সাম্রাজ্যবাদকে পৃথিবী থেকে বিলুপ্ত করতে হবে।চারদিকে সাম্যের বিজয় বাজনা বাজবে তখনোই যখন জাতীয় স্বার্থে,অসহায়ের অসহায়ত্বে নিপীড়িতরা একত্রিত হবে।নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করতে সকলের আন্তরিকভাবে সাহায্য করতে হবে।
ডানপন্থী,মধ্যপন্থী,বামপন্থী ও চরমপন্থী সবার একতাবদ্ধ হতেই হবে ।
0 Comments