জন্মেছিল
'ফেব্রুয়ারীর ফেরারী সন্তান'
১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলায় জন্মগ্রহণ করেন মীর আব্দুস শাকুর আল মাহমুদ ।
আল মাহমুদ আধুনিক বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ কবি ।
তিনি বাংলাদেশের প্রতিটি সংগ্রামের ইতিহাসে ওত্প্রোতভাবে জড়িত ।ছোটবেলা থেকেই তিনি সাম্য ও স্বাধীনতাপ্রিয় ছিলেন।তিনি সমাজতান্ত্রিক আদর্শ ও ইসলামী আদর্শকে একসাথে লালন করতেন।একজন সফল সমাজতন্ত্রী নেতা হিসেবে আল মাহমুদ উপস্থাপিত হতে পারেন।
যখন কবিরা রবীন্দ্র অথবা পাশ্চাত্য অনুকরণে লিখছিলেন আল মাহমুদ তখনই বাঙালির নিজস্ব ঐতিহ্যকে বেছে নেন।
'নোলক 'তাঁর রচিত অসামান্য কবিতা।
১৯৫২ সালে মাত্র ১৬ বছর বয়সে ভাষা আন্দোলনে যোগ দিতে আল মাহমুদ লুকিয়ে ঘর থেকে বেরিয়ে পড়েন।সেই যে বেরোলেন আর ঘরে ফেরা হয়নি।তাই তাঁকে
'ফেব্রুয়ারির ফেরারী কবি'
বলা হয়।
স্বাধীনতার পরপরই তিনি'গণকন্ঠ 'নামক পত্রিকা সম্পাদনা করেন।
সোনালি কাবিন,কালের কলস ও লোকান্তর তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ।
তিনি একুশে পদকসহ বাংলাদেশের প্রায় সকল সাহিত্যসংশ্লিষ্ট পুরস্কার পেয়েছেন।
তাঁর জন্মদিনে হৃদয় নিংড়ানো শুভেচ্ছা।
কতইনা ভাল হত যদি বর্তমান সরকার সঠিক মূল্যায়ন করে জাতীয়ভাবে তাঁর জন্মদিন পালন করত !!
0 Comments