ইস্ট ইন্ডিয়া'র কথা কী মনে আছে?
এই প্রতিষ্ঠানকে নামমাত্র শুলকে কয়েকটি অঞ্চলের শাসনভার দিয়েছিল মীর জাফর।
পরবর্তীতে কী করেছিল এই কোম্পানিটি?
সমগ্র বাংলা তথা উপমহাদেশের স্বাধীনতা হরণ করেছিল ।
এ কথা বর্তমান প্রজন্ম আবছা আবছা মনে রেখেছে মনে হয় ।
তবে ভুলে যাচ্ছে ক্ষমতার মোহে থাকা রাজনীতিজীবীরা ।
'সাহারা ইন্ডিয়া'কী,তা জানেন?
এটি একটি বৃহত্ ভারতীয় স্বার্থরক্ষাকারী প্রতিষ্ঠান ।
এখন আর অস্ত্র ও গোলাবারুদ দিয়ে কোন দেশকে দখল করা যায়না।এখন একটি জাতির সাংস্কৃতিক শিকড় উপড়ে ফেলে তাকে অর্থনৈতিকভাবে দূর্বল করলেই একেকটি
সিকিম,ভুটান অথবা হায়দ্রাবাদ তৈরি হয় ।
ভারতীয় সাহারার সাথে দীর্ঘমেয়াদী আবাসন চুক্তি করেছে রাজউক ।এটা যেনো ক্লাইভকে নামমাত্র শুল্কের ভিত্তিতে সাভার অথবা গাজীপুর এলাকার ইজারা দেওয়া।
ঢাকা হবে পরবর্তী পলাশী ।?।
বাংলাদেশের তরূনরা বর্তমানে ক্রিকেটোন্মাদ।তারা তাদের জাতীয় দলের প্রতিটি খেলোয়াড়কে একেকটি দেবতা মনে করে।
তাদের গায়ে এখন
'সাহারা ইন্ডিয়া'
লেখা জার্সি থাকবে ।সদ্যজন্ম নেওয়া শিশুটি ভাববে সে ভারতের কোন একটি প্রদেশে বাস করছে ।
চারবছর মেয়াদী এই চুক্তি আরেকটি ফারাক্কা হবে এটা জানি ।
আমার সতর্কতা তখন বিফলে যাবে !!!
0 Comments