আশা ছিল অন্যরকম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পদ্মা সেতুতে অর্থায়নের কথা বলে ছাত্রলীগ যে কুকর্ম করেছে তার বলী হয়ে অকালপ্রয়াত হয়েছে সোহেল নামের এক ছাত্রলীগ নেতা ।
এই ঘটনা রাবি,ছাত্রলীগ,আওয়ামী লীগ ও পুরো জাতির জন্য অতি কলঙ্কজনক একটি অধ্যায় ।পদ্মা সেতুতে স্বপ্রণোদিত হয়ে অর্থায়ন করায় অনেকেই এখন দ্বিধান্বিত হবে এটা নিশ্চিত ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নির্বাচন হবে আগামী ২০ জুলাই ।নির্বাচন বানচাল করতে শিক্ষকদের একটি অংশ আবারো আন্দোলন,ধর্মঘট ইত্যাদি করছে ।
যে কথাটি অতি অপ্রিয় সত্য তা হচ্ছে এই আন্দোলনে সাধারণ ছাত্রদের কোন অংশগ্রহণ নেই।এমনকি ক্লাস বন্ধ করে আন্দোলনে নামা 'নাসিমমার্কা' শিক্ষকরা ক্রমেই সাধারণ ছাত্রদের সুমধুর গালির বলী হচ্ছেন ।
উপাচার্য নির্বাচন আগে,না ডিন,জাকসু প্রভৃতি নির্বাচন আগে এসব নিয়ে সাধারণ ছাত্ররা ভাবেনা ।তারা পড়তে চায়,পড়া শিখতে চায় এবং এজন্যই তারা ক্লাস করতে চায়,টিউটোরিয়াল পরীক্ষা দিতে চায় ।।
রাজনীতি যে কতটা স্বার্থপর ও আদর্শচ্যু করে দিতে পারে এমনকি বিশ্ববিদ্যালয়ের কর্ণধরদের এখন তা হাড়ে হাড়ে টেরতো পাচ্ছিই,চোখের সামনে দেখতেও পাচ্ছি ।।
প্রতিবাদী ও বিপ্লবী হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলছি ।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পদ্মা সেতুতে অর্থায়নের কথা বলে ছাত্রলীগ যে কুকর্ম করেছে তার বলী হয়ে অকালপ্রয়াত হয়েছে সোহেল নামের এক ছাত্রলীগ নেতা ।
এই ঘটনা রাবি,ছাত্রলীগ,আওয়ামী লীগ ও পুরো জাতির জন্য অতি কলঙ্কজনক একটি অধ্যায় ।পদ্মা সেতুতে স্বপ্রণোদিত হয়ে অর্থায়ন করায় অনেকেই এখন দ্বিধান্বিত হবে এটা নিশ্চিত ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নির্বাচন হবে আগামী ২০ জুলাই ।নির্বাচন বানচাল করতে শিক্ষকদের একটি অংশ আবারো আন্দোলন,ধর্মঘট ইত্যাদি করছে ।
যে কথাটি অতি অপ্রিয় সত্য তা হচ্ছে এই আন্দোলনে সাধারণ ছাত্রদের কোন অংশগ্রহণ নেই।এমনকি ক্লাস বন্ধ করে আন্দোলনে নামা 'নাসিমমার্কা' শিক্ষকরা ক্রমেই সাধারণ ছাত্রদের সুমধুর গালির বলী হচ্ছেন ।
উপাচার্য নির্বাচন আগে,না ডিন,জাকসু প্রভৃতি নির্বাচন আগে এসব নিয়ে সাধারণ ছাত্ররা ভাবেনা ।তারা পড়তে চায়,পড়া শিখতে চায় এবং এজন্যই তারা ক্লাস করতে চায়,টিউটোরিয়াল পরীক্ষা দিতে চায় ।।
রাজনীতি যে কতটা স্বার্থপর ও আদর্শচ্যু করে দিতে পারে এমনকি বিশ্ববিদ্যালয়ের কর্ণধরদের এখন তা হাড়ে হাড়ে টেরতো পাচ্ছিই,চোখের সামনে দেখতেও পাচ্ছি ।।
প্রতিবাদী ও বিপ্লবী হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলছি ।
0 Comments