সর্বশেষ

আমার জীবনের প্রথম রিপোর্টং(প্রাইম খবরে)

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ডিন নির্বাচনে সমাজবিজ্ঞান অনুষদের স্থগিত ফলাফলকে কেন্দ্র করে ক্যাম্পাসে আবারো অচলাবস্থা সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে ।
গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে সমাজবিজ্ঞান অনুষদের ডিন পদে 'মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির'ব্যানারে অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক আমির হোসেন ও 'সম্মিলিত শিক্ষক পরিষদের'ব্যানারে অধ্যাপক সাজেদ আশরাফ করিম প্রতিদ্ধন্দ্ধিতা করেন এবং উভয়েই ৫০ টি করে ভোট পান ।এরপর উভয়পক্ষের একটি করে ব্যালটপেপারে দাগ সংক্রান্ত পরস্পরবিরোধী অভিযোগের কারণে নির্বাচনের ফলাফল স্থগিত করা হয় ।
এদিকে রেজিস্ট্রার অফিস সূত্র জানায়,আজ দুপুর ১টার দিকে আওয়ামীপন্থী প্রায় ৫০জন শিক্ষক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও নির্বাচন কমিশনার আবু বক্কর সিদ্দিকের নিকট গিয়ে ফলাফল ঘোষণার জোরালো দাবী জানান এবং এক পর্যায়ে শিক্ষকেরা আগামীকাল(বৃহস্পতিবার) সকাল ৯টার মধ্যে ফল ঘোষণার সময় বেঁধে দেন ।এসময়ের মধ্যে ফল ঘোষিত না হলে তারা আন্দোলন করবেন বলে জানিয়ে দেন ।

এ বিষয়ে অধ্যাপক আমির হোসেনের কাছে জানতে চাইলে তিনি মোবাইল ফোনে বলেন,
'যাচাই না করে যেকোন সিদ্ধান্ত দিলেই তা আমি মেনে নিবো কেন? '
এরপর তিনি বলেন,
'বিষয়টি পরিষ্কার যে,আমিই নির্বাচিত হয়েছি ।'
সম্মিলিত শিক্ষক পরিষদের প্রার্থী অধ্যাপক সাজেদ আশরাফ করিমের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,
'প্রথমে আমার পক্ষের একটি ব্যালট পেপারে দাগ পাওয়া যায় এবং পরে বিপক্ষের একটি ব্যালট পেপারেও দাগ পাওয়া যায় ।এখন তারা যদি কেবল আমারটিকে অবৈধ কোষণা করে তবে তা আমি মেনে নিবোনা ।'
অধ্যাপক সাজেদ আশরাফ আরো বলেন,
'যদি আমারটি অবৈধ হয় ,তবে অন্য প্রার্থীরটিও অবৈধ ।'
গত রমজানের পূর্বে ছাত্র-পুলিশ সংঘর্ষের কারণে হঠাত্‍ বন্ধ হয়ে যাওয়া ক্যাম্পাসে ডিন নির্বাচন নিয়ে চলা শিক্ষকদের দুগ্রুপের মুখোমুখি অবস্থান আবারো বিশ্ববিদ্যালয়ে অস্থিরতার পূর্বাভাস দিচ্ছে ।
সাধারণ ছাত্রদের মাঝে নতুন করে পরিচিত আতঙ্ক ছড়িয়ে পড়েছে।নৃবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র লিমন ক্ষোভের সাথে বলে,
'শিক্ষকদের খামখেঁয়ালীপনার জন্য ছাত্ররা দায়ী হতে পারেনা,দ্রুত সমস্যার সমাধান হওয়া উচিত ।'
প্রত্নতত্ব বিভাগের আরিফ বলেন,
'শিক্ষকদের ঘন ঘন আন্দোলন পড়ালেখায় বিঘ্ন ঘটাচ্ছে ।'
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ফাহিম ফয়সাল বলেন,
'অতিদ্রুত ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা উচিত ।'


গত ২৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে চারটি অনুষদের ডিন নির্বাচন অনুষ্ঠাত হয়।
তিনটি অনুষদের ডিন নির্বাচিত হন এবং একটি অনুষদের ফলাফল স্থগিত করা হয়।নির্বাচিত ডিন তিনজন হচ্ছেন:
কলা ও মানবিকী অনুষদে অধ্যাপক ড সৈয়দ মোহাম্মদ কামরুল আহছান,
গাণিতিক ও পদার্থবিজ্ঞান অনুষদে অধ্যাপক মোহাম্মদ আবুল হোসেন এবং
জীববিজ্ঞান অনুষদে অধ্যাপক আবুল খায়ের ।সমাজবিজ্ঞান অনুষদের নির্বাচনের ফলাফল স্থগিত করা হয়েছে ।
[মঈনুল ইসলাম রাকীব
জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগ,
আল বেরুনী হল,
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়]
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments