সর্বশেষ

নিউক্লিয়ার কাব্য-১

আমড়া কাঠের বৃহত্‍ ঢেঁকি,
ঢকঢকিয়ে বাজেনা
কুঠার হাতের কূটজীবীর
ভালো হওয়া সাজেনা ।।


উড়ন্ত কিছু শকুনের চোখে
মানুষ দেখতে এক ফোঁটা,
মানুষ কিন্তু ঠিকই জানে
ওই শকুনের মাথা মোটা ।।

দেখে নিও দেখে নিও
আমিই হব খাজা,
নিজের ঢোল পিটিয়ে বলে
তোদের ঢোলও বাজা !!

কর্তা আমি,মালিক আমি
আমিই হলাম জ্ঞানী,
নীতিফিতীর গুষ্ঠী কিলাই
আমার আছে 'মানি' !!

ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখছি
বেশ কিছুদিন হলো,
জেগে জেগে শুরু করেছি,
সেটাওতো বেশ ভালো !!

আমি আছি বেশ রিলাক্সে
সবগুলোতে গুটি,
গুটির আবার কীসের পাওয়ার ?
গুটি চালাই আমি !!!

তোমার তাদের ওদের টোদের
কিছু থাকবেনা,
যা হবে তা আমাদের হবে
বেশি বুঝবেনা !!!

কলম দিয়ে লিখছিনাতো
টিপছি বাটন আঙ্গুলে,
আমি,তুমি সে ও তারা
সবাই সবার নাগালে ।।।
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments