জাবির ২৯তম ব্যাচের পুনর্মিলনী:উত্সবমুখর ক্যাম্পাস
জাবি প্রতিবেদক,প্রাইমখবর
সাভার,ঢাকা ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের(জাবি)২৯ তম ব্যাচের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার।
পুনর্মিলনী উপলক্ষে সকাল থেকেই ক্যাম্পাসে উত্সবমুখর পরিবেশের সৃষ্টি হয়।রঙ্গিন বাতিতে সাজানো হয় ডেইরি গেইট হতে ক্যাফেটেরিয়া পর্যন্ত ।
২৯তম ব্যাচের বিভিন্ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা সারা দিন আনন্দে মেতে থাকেন,স্মৃতিচারণ করেন ক্যাম্পাস জীবনের স্বর্ণালী দিনগুলোর।
পুনর্মিলনী উপলক্ষে শোভাযাত্রার উদ্বোধন করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন ।শোভাযাত্রা ও ক্যাম্পাস প্রদক্ষিণের সময় অনেককেই আবেগাপ্লুত দেখা যায়।নানা জায়গায় চাকুরীরত,ব্যবসায়ী ও গৃহিণীর বেশ ছেড়ে সকলেই আজ ২৯তম ব্যাচের ছাত্র হয়েছিল ।
গোলাম কিবরিয়া নামের এক শিক্ষার্থী বলেন,চাকরীর পরে এই প্রথম পুরোনো বন্ধুদের একসাথে পেয়েছি।অনেক ভালো লাগছে !অপর এক শিক্ষার্থী বলেন,ক্যাম্পাসে আবার পড়তে ইচ্ছে করছে।
উল্লেখ্য বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান অত্যন্ত জাকজমকপূর্ণভাবে আয়োজন করা জাবির নিজস্ব ঐতিহ্যের অংশ ।
এমআইআর
0 Comments