সর্বশেষ

জাবিতে জামায়াত-শিবির বিরোধী মিছিল
জাবি প্রতিবেদক,প্রাইমখবর
সাভার,ঢাকা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে(জাবি) জামায়াত-শিবির বিরোধী মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে জাবি ছাত্রলীগ ।
মানবতা বিরোধী অপরাধে আটক শীর্ষস্থানীয় জামায়াত নেতাদের মুক্তির দাবিতে গতকাল সারাদেশে জামায়াত ও শিবির কর্মীদের তান্ডবের প্রতিবাদে জাবি শাখা ছাত্রলীগ এই মিছিল করে।প্রতিবাদ মিছিলটিতে নেতৃত্ব দেন জাবি শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি ও সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল।
বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে মিছিলটি শুরু হয় এবং প্রান্তিক গেইট হয়ে টারজান পয়েন্ট দিয়ে অমর একুশে পাদদেশে এসে শেষ হয়।পরে মিছিল শেষে এখানে এক সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।সমাবেশে বক্তারা জামায়াত-শিবিরের নাশকতামূলক ও ধ্বংসাত্মক রাজনৈতিক কর্মসূচির তীব্র সমালোচনা করেন।
জাবি শাখা ছাত্রলীগ সভাপতি মাহমুদুর রহমান জনি বলেন,দেশকে অস্থিতিশীল করে জামায়াত-শিবির যুদ্ধাপরাধীদের বিচারকে বাধাগ্রস্থ করতে চায়।তাদের এই অপকর্ম ছাত্রলীগ শক্তহাতে প্রতিহত করবে।
সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল বলেন,যুদ্ধাপরাধীদের ফাঁসি নিশ্চিত জেনে জামায়াত এখন হন্যে কুকুরের মত হয়ে গেছে।আমরা তাদের সতর্ক করে দিচ্ছি,সতর্ক না হলে ছাত্রলীগ পাল্টা আঘাত করবে ।

এমআইআর
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments