সর্বশেষ

দামিনী

হে দামিনী,
তুমি মোরে দেখাইয়াছো কিছু হয়না মরিলে ফেলানী !!
তোমার মরণে কম্পিত হয় আমার হৃদয়খানি,
তোমাতে তাই সপি যে নিজেরে,হয়ে যাই ফানি ফানি ।

নরাধম কুলাঙ্গার কাড়িয়াছে ইজ্জত-মান,
সর্বশেষে যমদূত এসে নিয়ে গেল যে জান ।
এই যমদূত বঙ্গ সীমান্তে নিত্য আসিয়া ক্লান্ত,
তবু কাঁদিয়া গলা ফাটাইয়া হইনা আমি ভ্রান্ত ।

ইহা ঠিক নয় হবেনা বিচার তোমার খুনীদের,
সাজিয়ার খুন যা হয় হজ্ঞে আগে দেখি মনিবের ।

তোমার লাগিয়া ভুলিয়া গিয়াছি মারমা কিশোরী গাঁথা,
তোমারে স্মরিয়া মন চাহে রচি মৈমনসিং গীতিকা ।

এত যে ব্যথা,এতে যে কথা
তবু কোনদিন ফোটেনিতো তা,
শিশু ধর্ষণ নিত্য হলেও ভরেনি কভু ফেসবুক পাতা ।

আজিকা তুমি মরিয়া বুঝাইলে আমাদেরো দিল আছে,
সেই দিলেই সব ভালবাসা তোমাতে উপচে পড়ে ।

সংবাদপত্রের পাতায় পাতায় তোমার কীর্তি কথা,
পল্লীতে যে রমনী মরে কে দেখে তাহার ব্যথা ।

তোমার লাগিয়া টিভি পর্দায় বরাদ্দ সময় থাকে ,
নিজ মা-বোন ছাফা হইলেও তাহা পড়ে যায় ফাঁকে ।

দামিনী দেখো ঘামিনী এখনো তোমাতে আছি পড়িয়া,
রোহিঙ্গা নারী ধর্ষিত হইলে আমি যে পড়ি কাটিয়া ।

দামিনী তুমি দমে যাওনি হইয়াছো আরো কামিনী,
তুমি দেখাইলে ধর্ষণে কাঁপে আকাশ-বাতাস-ধরণী ।
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments