সর্বশেষ

অবদমন

বিঘ্ন, বিপর্যয়, পরাজয় আর হতাশা
ভুবন বিজয়ী ভ্রষ্টদের ঠোঁটের কোণে বাঁকা হাসি এনে দেয়...

ক্লেশ, দ্বেষ, দুর্বোধ্যতা আর জিঘাংসা
কুটিলতা বাড়িয়ে দেয় জানোয়ারের ক্রুদ্ধ মাথায় ...


মনন, ত্বরণ , রাঙানো স্বপন
ক্ষমা করে সৃজন করে নতুন বিশ্বাস, পুরোনো আস্থা ।


রুদ্ধ-বদ্ধ-উন্মোচিত পরিমণ্ডলে
আড়ালে আবডালে ধ্বংসের পাঁয়তারা .....
ঐ ভ্রষ্টরা জানেনা, মানুষ কভু মরেনা ,
রূপান্তরিত হয়ে বারবার ফিরে এসে
প্রেতাত্মাগুলোকে বিধ্বস্ত করে দেয় ....

স্বাভাবিক জীবন চারপাশে,
অসুরদের পরাজয়ে আনন্দ অনুভবে !!
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments