সর্বশেষ

ভুলে গেলাম সব ক্ষোভ,তুলে নিলাম অবরোধ...

বাড়িয়ে দিলাম হাত....
নতুন বছর,নতুন একটি শিক্ষাবর্ষ ও বিশুদ্ধ মানসীকতায়
বছরের প্রথম দিনটিকেই বেছে নিলাম সব ক্ষোভ,অভিমান ও অপ্রত্যাশিত আচরণগুলোকে ভুলে যেতে ।
সবাই ভালো থাকবে
এবং বহুদূরের পথ একসঙ্গে পাড়ি দিতে সবাই সবার সহায়ক হবে এটাই প্রত্যাশা।
গঠনমূলক ব্যবহার হোক সবার আদর্শ ।।
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments