সর্বশেষ

কাঁপছে কারা, পাচ্ছে যারা

মহাবিশ্ব, তুমি কী দেখোনা কাঁপছে কারা ?
একখন্ড কাপড়ের দারুন অভাববোধ তাদের,
হীম হয়ে জড়থড় হয়ে আছে তারা ....
তারা এ সভ্যতার নির্মাতা ।
যখন একটার পর একটা জামা, জ্যাকেট পাল্টে পরেও শীত মানায়না,
তখন তারা কুড়ানো গাছের পাতায় আগুন ধরায়,
আগুনের চারপাশে জড় হয় তারা ।
তুমি কী তা দেখোনা ?

তীব্র শীতে যখন কাঁপন ধরে হাড়ে তখনও তারা খালি গায়ে,
অথবা একটি কাঁধের কাছে ছেঁড়া জামা পরে তোমাকে ডাকে ।
তারা শরীর দেখাতে নয়,শরীর ঢাকতে কাপড় চায় ।
তুমি তা দেখোনা ? তুমি তা দেখোনা ?

তুমি যাদের দাও, তারা পোশাক পরেনা ,
শৈত্যপ্রবাহের ঘন কুয়াশায়ও তারা শরীর দেখানোর ছুতো খোঁজে !
তোমার নির্বাচনকে আমি চ্যালেঞ্জ করলাম ।
রাত গাড় থেকে গাড়তর হয়,
শীতের তীব্রতা বেড়েই চলে ...
ঘরে, হোটেলে, রাস্তায়, জঙ্গলে মানবতাকে ধরাশয়ী করে কাপড় দিয়ে লজ্জা ঢাকার দল,
তোমার নামের ধারও ধারেনা তারা ।
এদিকে তোমাকে খুঁজে হয়রান বার্ধক্যে পৌঁছেও গা ঢাকার এক টুকরো কাপড় পায়নি যে বৃদ্ধা ;
ঠকঠকিয়ে কেঁপেও সে বলছে,
মহাবিশ্ব মহান, মহাবিশ্ব চিরঞ্জীব !!
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments