বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত ও প্রকাশিত কয়েকদিনের খবর পাল্টা খবর দেখে,শুনে এবং যাচাই-বাছাই করে আমি একটি অত্যন্ত খুশির কারণ খুঁজে পেয়েছি !!!
কারণটা হচ্ছে পাক-ভারত সীমান্তে পাকিস্তানী সেনা দ্বারা ভারতীয় ২ সেনার মৃত্যু ! আহ ! কী যে শান্তি লাগছে !
এর মানে এই না যে মৃত ঐ দুই সেনা অথবা তার পরিবারের প্রতি আমি বিদ্বেষী , মানবিক দিক থেকে তাদের মৃত্যুতে ব্যক্তিগতভাবে আমি দুঃখিত !এবং এর মানে এইও না যে পাকিস্তানের এই কৃতিত্বে আমি প্রীত ।তাহলে আনন্দ এলো কোথথেকে ?
আছে আছে ! আনন্দ অন্য জায়গায় ...
ভারতের স্বার্থপর মিডিয়ার চেঁচামেচি, সেনা প্রধানের চোরের মার বড় গলা মার্কা হা হুতাশ এবং ভারতের সাম্প্রদায়িক ও স্বার্থবাজ রাজনীতিবিদদের বিব্রতকর,হতাশাব্যঞ্জক এবং কষ্ট ও ক্ষোভ মিশ্রিত উক্তিগুলো আমাকে অত্যাধিক আনন্দে উদ্বেলিত করছে !
আমার বলতে ইচ্ছে হয় ঐ স্বার্থপর সংকীর্ণমনাদের আবাসস্থল ভারতের চেঁচামেচি করা সেনা অথবা প্রশাসনিক অথবা রাজনৈতিক ব্যক্তি'কয়টার' প্রতি,
সামান্য দুইজন সৈনিকের মৃত্যুতে এমন মায়াকান্না দেখাচ্ছিস আর প্রায় প্রতি সপ্তাহে বাংলাদেশের একেকজনকে মারতে দ্বিধা লাগেনা ?
বিএসএফের বর্বরগুলোকে কী কোনদিন কারণ দর্শাতে বলেছিস ?
এখন পাল্টা জবাব দিতে চাস, তাহলে বাংলাদেশের যাদেরকে খুন করিস তাদের কাছে কেন ক্ষমা চাচ্ছিস না ?
হেমরাজের রক্তের অথবা কাঁটা মাথার তোদের কাছে অনেক দাম তাইনা ?
আর ফেলানীর নিথর দেহ অথবা হাবিবুরের ইজ্জতের কোন দাম নেই ?
নিয়ন্ত্রণ রেখায় গিয়ে একটা মানুষকে অযথা মারার মুরদ নাই,তো কুড়িগ্রামে এসে এত সাহস আসে কেন ?
ভারত যদি একটি ব্যক্তিস্বত্বা হতো তবে বদমাশটাকেও কাছে এনে এর একেকটি প্রশ্ন করতাম আর প্রশ্ন শুনে যখন মূর্খটা নির্বাক হয়ে থাকতো তখন কানে আর গালে কষে কয়টা থাপ্পড় মারতাম !!
আমাদের সরকারের প্রতি বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি একটা অনুরোধই করতে পারি
একজন সাধারণ নাগরিক হিসেবে ।
তা হচ্ছে,সীমান্তের প্রতিটি হত্যাকান্ডের পর যেন অন্ততপক্ষে একবার ভারতের হাইকমিশনারকে তলব করা হয় উপযুক্ত কারণ দর্শনের পরেই মুক্তি দেওয়া হয় ।
ভারত ভুলে যাচ্ছে বাংলাদেশের প্রতি জুলুম করে কেউ টিকে থাকতে পারেনি ।পারবেও না । আর্যরা পারেনি, পর্তুগীজ পারেনি, ইংরেজ পারেনি,আলেক্সান্ডার পারেনি এমনকি মার্কিন-চীন সমর্থনপুষ্ট পাকিস্তানও পারেনি ,তাহলে কীভাবে পারবে ভারত ?
অত্যাচারী,স্বার্থপর ও সাম্প্রদায়িক ভারতের পতন অনিবার্য -
আপাতত এ পর্যন্তই ......
0 Comments