এ পর্যায়ে কেউ সঙ্গী থাকেনা, পরিচিতরা হারিয়ে যেতে থাকে
যখন ভুলুন্ঠিত মানবতা নিয়ে দুশ্চিন্তা হয় ।
গাড়লের বাচ্চাদের নিম্নজাতের অভিরুচি দেখে দেখে বিবর্ণ আজ স্বপ্নগুলো ।
কত সস্তা দানাদার খাওয়া বুলিস্বর্বস্ব হাম্বা দেখলাম,
কান পর্যন্ত মুখ ফাঁক হয়ে দাঁত বেরোনো চারনম্বর প্রজাতিটির দুপাটি দাঁত দেখলাম ,
সব এলো আর যাচ্ছে, সুনির্দিষ্ট লক্ষ্য নেই।
সমাজ-সংস্কৃতির পতনে অসুরের অট্রহাসির প্রকাশ ।।
স্থির পরিভ্রমণে আর কিছু নেই,
শেষের ক্ষীণ দীপ্তিটুকু এখনো জ্বলছে
আমার ভরসা আর আশা সেটাকে নিয়ে ।
0 Comments