সর্বশেষ

ইছমার্টনামা

হ্যাঁ,আমরা অনেক ইসমার্ট । কথায় কথায় ভয়ানক বিশুদ্ধ উচ্চারণে দুচারটা ইংরেজি বলা ইসমার্ট আমরা । আমি এবং আমরা । আমি, তুমি ও সে ।

আমাদের কোন ভুল নেই, ত্রুটি নেই । তাই অন্যের কাজে কর্মে আচরণে আমরা ভুলের পর ভুল খুঁজে পাই । খুবই স্বাভাবিক একটা ব্যাপার ।

আমরা প্রত্যেকে দেখতে রাজারাণীর মত । নিখুঁত আমাদের শারিরীক সৌন্দর্য এবং বেশভূষা ।
তাই অন্য সকলকেও আমাদের মত হতে হবে , কারো থাকবেনা কোন স্বতন্ত্র ব্যক্তিত্ববোধ ! আমাদের মত হতে হবেই সবাইকে । আমরা হলাম ঝাক্কাছ !

আমাদের পিটিয়ে তক্তা বানালেও থার্ডক্লাস অশ্লীল হিন্দী ছাড়া একটা ধ্রুপদী বাংলা গান বেরোয়না মুখ দিয়ে , অথচ আমরা অন্যের ধ্রুপদী গানের ত্রুটি খুঁজে বেড়াই ।

আমরা অতি শুদ্ধরুপে যেহেতু বাংলা বলি এবং প্রমিত ভাষা আমাদের বাহন তাই আমরা অন্যদের কথা বলার মাঝে আকাশপাতাল পার্থক্য দেখি ।

আমরা ভালো মানের মানবাধিকার কর্মী । তাই অন্যের অধিকার হরণ করে তাদের নিয়ে জলসা শুরু করি আধঘন্টার পর আধঘন্টা ।

আমরা খুব উচ্চ মানের নাচ প্রিয় এবং আমাদের কোমর পথে ঘাটেই বেঁকে যায় বিধায় আমরা অন্যদেরও অবিরত নাচাতে চাই ।বিব্রত হয়ে নাচার ফলে এক ধরণের শারিরীক নির্যাতন হয় সে কথা আমরা ভুলে যাই ।

আমরা বাকস্বাধীনতায় বিশ্বাসী, তাই অন্যের কথা বলা থামিয়ে দিই স্বৈরচারী ধমক দিয়ে ।

আমরা মহাবিশ্বের সবার সমস্যা দূর করবো, সকল হয়রানীর প্রতিবাদ করবো তাই আমাদের ঘরে শৈল্পিক নির্যাতনের পূর্ণ অধিকার আমাদের রয়েছে ।

আমরা আসলে অত্যাধিক বিজ্ঞ এবং প্রাজ্ঞ এবং আকর্ষণীয় অথবা আকর্ষণীয়া ।
তবে আমাদের মেধা ও মনন অপরকে আকর্ষণ করবে কী না এ ব্যাপারে আমরা সন্দিহান । তাই নিজেদের উজ্জ্বল আভায় দম্ভস্বরে উপস্থাপনটা আবশ্যক মনে করেছি এবং তাই করেছি ।

আমরা দীর্ঘজীবী হোক । আমাদের জীবন হোক ইসমার্টময় , উত্তরাধুনিকতার সঙ্গে সঙ্গে বহুমাত্রিক দূষিত অস্থিরতা আমাদের স্মরণীয় করে রাখুক পঞ্জিকার পাতায় পাতায় ।
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments