সর্বশেষ

আমার পথ চলা আমার পথে ....
যেন বেলা শেষে আকাশ আনমনে...
- ঢাকা কলেজের বন্ধু সোহেলের সঙ্গে এখনো গাই প্রায়ই !
রাজ্জাক মামার চা , তার ছেলেটা কী বড় হয়ে গেছে অনেক ?
ভুট্রু কী এখনো ওর মেজ ভাইয়ের সঙ্গে ঝগড়া করছে ?
নিউমার্কেটের বনফুল সুপার মার্কেটের পাশে ভোর রাতে বসা সেই জাফর চাচা কী এখনো সেখানে বসে ?
মাঠে কী ক্রিকেট খেলা হয় তিনবেলা ?
উত্তর ছাত্রাবাসের ছাদে মনে হয় এখন আর কেউ যায়না !
ডাইনিংয়ের রাজ্জাক চাচা মরে গেছে শুনেছি ...হুমায়ুন স্যারও আর প্রভোস্ট নেই ।

আলাউদ্দিন ভাই কী কম্যুনিজম,নাস্তিকতা,সাম্রাজ্যবাদ আর ইসলাম নিয়ে এখনো বিতর্ক করে কারো সঙ্গে ?
জানিনা, খুব জানতে ইচ্ছে করে ।
প্রিয় ঢাকা কলেজ, তোমাকে হৃদয়ে অনুভব করছি ...
তুমিও কী করছো ?
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments