সর্বশেষ

এখন আমি

এখন এক বিভ্রান্ত পথিক আমি,
উদভ্রান্তের মত হেঁটে বেড়াই
সূক্ষ্ম বেদনাবোধ আর গভীর বিস্ময় নিয়ে ।

এদিকে গন্ধ আসে, মোড়ে মোড়ে অপেক্ষা
আবছা পরিচিত স্থানের নীরব প্রশ্বাস ,
কাঁপুনি দিয়ে বেরোনো প্রলাপ তোমাকে একফোঁটা ছুঁয়ে দেয়না ।

যেন স্থির হয়ে হাঁটি, পা চলেনা
পাশে ঘটে যাওয়া মহাপ্রলয়ও ফিরাতে পারেনা ।
এতো চিত্তে তুমি আছো, হেলেদুলে চলা মুমূর্ষ আত্মায় ।

একসময়ের পরম আশ্রয় আজ শুধু ভাবনায় আর ভাবনায় ।

কোটি কোটি বিন্দু লবনাক্ত ফোঁটা আর মুহুর্মূহু দীর্ঘশ্বাস
কিছু কী মনে করিয়ে দেয়না সেই হৃদয়ে ???
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments