সর্বশেষ

সেই চোখ এই চোখ

সেই চোখ এখনো আছে, নেই পবিত্রতা,
মায়া ; সেই দৃষ্টি নেই
সততা প্রশ্নবিদ্ধ আর
চোখের ভাষায় পসারিনী হওয়ার গভীর আকাঙ্খা ।

সেই চোখ এখনো আছে, নেই বিশুদ্ধতা,
নির্মল সৌন্দর্য ;ওদিকে তাকানো যায়না
বমি আসে ঝলসানো কৃত্রিম সাজ দেখে !!

সেই চোখ এখনো আছে, নেই সৌন্দর্য,
প্রেম ; তীব্র নষ্টা হওয়ার বাসনা আছে
উদ্ভট চোখ এঁকেছে পার্লারে গিয়ে ।।

সেই চোখ এখনো আছে,নেই বিশ্বাস,
আস্থা ; প্রতারণার বাহানা আছে
দুষিত চোখে আর ভালবাসা নেই !

সেই চোখ এখনো আছে, নেই সরলতা,
শুদ্ধতা ; খারাপ কামনায় ভরপুর তা
সেই চোখ তুলে ফেল নখ দিয়ে ।।

এই চোখ, সেই পাওয়া
সেই চোখ, এই চাওয়া
কিছুতে কিছুই মেলেনা ।

নোংরামীর পর্যায়ে সব ভুলে যায়,
সস্তা কামনার খোরাক জোগায়,
হাটে-পথে-মাঠে নিজেকে বিলায় ।।
.............................
সেই চোখ তার খ্যাতি হারায় ।।

এই দুই চোখ বর্ষার ধারায়
প্রতিনিয়ত প্লাবিত হয় ।
মৃদু আওয়াজে করাঘাত করেও
চোখের দুয়ার বন্ধ হয়ে যায় ।।


না ফেরার দেশে হাসিকে নির্বাসন আর অবিরত কান্না
চলছে,চলবে
শুধু সেই দুচোখের তৃপ্তি দেখবে বলে !!!
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments