সর্বশেষ

মায়াবতী-২

সব কিছু একটু একটু করে ঠিক করার কথা ছিল,
কথা ছিল আন্তঃআণবিক শক্তির মত লেগে থাকার;
অশ্রুমুক্ত মসৃণ জীবনের কথা ছিল,
শোকে-দুঃখে পারস্পরিক খোঁজ নেওয়ার;
মায়াবতীর কথা রাখতে হয়না;সে বুদ্ধিমতি ও যৌক্তিক ।
মায়াবতী ভাল থাকুক,মায়াটুকু আমাকে দিয়ে ।
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments