বদ্ধ ভূমি, বদ্ধ তুমি, বদ্ধ তোমার দরজা,
বিজাতীয় বিকল্প,স্বপ্নের ঝনঝনানি
আর এক অণুও চাইনা থাকতে ভালো ও করুণা ।
কাল্পনিক তক্তা দিয়ে দূর করি ভ্রষ্টা,স্বনামী ।
কিম্ভূতকিমাকার প্রত্যাশা, ল-র-ব-য-হ গন্তব্য
একবার হয় পসারিনী, শতবার করে গল্প ।
বিপত্তি আর সমাধান,অনেক পরের শঠতা-
লম্ফঝম্ফ এখনি শুরু, অন্তঃসারের কর্ম কে জানে, কী তা ?
মানসিক গণরিয়ায় আক্রান্ত , তারপর শারিরীক এইডস্ কিংবা আরো ভয়াবহ
ভয় নেই, ...পাখী ? লালায় লালায় জীবাণু ,বাজছে সেই সংগীতাবহ ।
শিকড়ের গভীরে নিবিড় পর্যবেক্ষণ
এবং এইসব দিনরাত্রী অম্লাণ অসুরের বীণ বাজায়
ঈডিপাস হয়ে যাই আমি,ট্রাজিক পরিণয়ের অপেক্ষায় ।
স্মৃতির ভ্রমগুলো অপরিচর্যায় করিও সংরক্ষণ ।
ঐ সমবিভক্ত মলীন চাঁদ সুদূর ছায়াপথের নিচে,
আমার ঢেকে রাখা অবৈধ চিন্তাগুলোকে নীরব সমর্থন দেয় ।
অসীম সময়ে হাঁটি, দিকভ্রান্ত হলেও নিশ্চিত জানি
এই পথ শেষ হয়ে যাবে পিচঢালা কোথাও গিয়ে ।
এসব কেমন যেন অপ্রয়োজনীয়, 'ভালোনা'র প্রলাপ,
এগুলো মূল্যহীন, টিকে থাকে ব্যাভিচারীর সংলাপ ।
বৃষ্টি লজ্জিত হয় এই চোখে তাকিয়ে, ঘন আঁধার শোকে ফিরে যায়
তবু কাঠফাটা পরিচিতা ফেরেনা ;
স্বপ্নে দেখেছি আড়ালে সেও এক বৃষ্টি ।
0 Comments