সর্বশেষ

মহাজনের আরেকটি কীর্তিতে আমরা গরররবিতো !

দেশের চলমান দুর্যোগের তীব্র ঘটঘটায় নিরব থেকেও সুদের জন্য বিশ্বখ্যাত ড ইউনুছ আরো একখানা মেডেল পেয়েছেন ।
তার এই মেডেল প্রাপ্তিতে আমরা চড়াহারে উল্লসিত । আমরা আশা করি সামনের সংকটে যখন দেশে আবারো সঙ্ঘাত সৃষ্টি হবে তখন ফাঁক তালে ইউনুছ সাহেব নাগরিক শক্তির পুনর্জাগরণ ঘটাবেন । তার এই পুনর্জাগরণের ব্যাপারটাকে চাঙ্গা করতে একটা মেডেল দিয়ে দৃষ্টি আকর্ষণের প্রয়োজন ছিল । এ কারণে মার্কিন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশে আমরা দ্বিধা করছিনা ।
কট ইন মাইক্রো ডেবট নামের ডকুমেন্টারিতে ইউনুছ সাহেবের তত্বের যে সুপ্রয়োগ দেখানো হয়েছে তা আসলে সত্য নয় ।
চড়া হারে সুদের ব্যাপারটা সত্য হতে পারেনা, ঘরের পাশে রহিমন,করিমন, মফেজ আলীকে গালি দিয়ে সুদ আদায় দেখলেও যেহেতু মার্কিন সরকার মেডেল দিয়েছে অতএব মেডেলওয়ালা নির্ভুল ।
পদ্মা সেতু ইস্যুতে বিশ্বের কাছে যখন আমরা লজ্জিত হলাম মেডেলের দ্বারা দেশের এই মানসম্মান বয়ে আনে ব্যক্তিটি তখন নিরব ছিল ।
তারপরও তাকে অভিনন্দন ।
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments